Ajker Patrika

শিক্ষকদের ক্লাস বর্জন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২: ৩৩
শিক্ষকদের ক্লাস বর্জন

কুড়িগ্রামের উলিপুর মহিলা ডিগ্রি কলেজে অনার্সের শিক্ষকেরা ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে কলেজে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ওই কলেজের অধ্যক্ষকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনার্সের শিক্ষকেরা কলেজ থেকে এমপিও ভুক্তি না হওয়া পর্যন্ত জাতীয় বেতন স্কেল অনুযায়ী শতভাগ বেতন দেওয়ার জন্য অনুরোধ জানান।

এ সময় বক্তব্য রাখেন অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন উলিপুর মহিলা ডিগ্রি কলেজ শাখার সভাপতি হামিদুল ইসলাম হাসান, প্রভাষক মিজানুর রহমান, আব্দুস শহীদ চৌধুরী, কামরুল আহসান, হুমায়ুন কবীর দোলন, আব্দুর রাজ্জাক, ইশরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ১৯৯৩ সাল থেকে অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হলেও এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে না থাকায় সারা দেশে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫ হাজার ৫০০ জন প্রভাষক মানবেতর জীবনযাপন করছেন। কিছু প্রতিষ্ঠানে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা বেতন দেওয়া হয় যা দিয়ে জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন। অতি দ্রুত এমপিও প্রদানের জন্য দাবি জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত