রানা আব্বাস, ঢাকা
জাতীয় দলের সাবেক ফুটবলার রাশেদুল ইসলামের সঙ্গে প্রায় ছয় বছর আগের এক স্মৃতি রোমন্থন হচ্ছিল গত সন্ধ্যায়। সদ্যই সাংবাদিকতা ছেড়ে পুরোদস্তুর ফুটবলের মানুষ হয়ে যাওয়া রাশেদের কাছে জানতে চাওয়া, সেদিন কলসিন্দুর বাজারে সানজিদা আক্তারকে যেন কী দেওয়া হয়েছিল? সাবেক সহকর্মী রাশেদ চওড়া হাসিতে বলেন, ‘দই, দই।’
সে এক অভিজ্ঞতা হয়েছিল বটে। ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ সাফজয়ী দলের ৮ জনই ছিল কলসিন্দুরের মেয়ে। কলসিন্দুর গ্রামটা তারও আগে থেকে বিশেষ পরিচিতি পেয়েছে এ কিশোরী ফুটবলারদের সৌজন্যেই। পিচ ওঠা, ধুলাওড়া দীর্ঘ পথ পেরিয়ে শীতের এক স্নিগ্ধ বিকেলে মারিয়া-সানজিদাদের গ্রামে পৌঁছে সত্যি মুগ্ধ হতে হলো। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ অধিনায়ক মারিয়া মান্দা নিয়ে গেলেন তাঁর বাড়িতে। মারিয়ার বাড়িতে যেতে হয় মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা নেতাই নদ পেরিয়ে।
শীতের সময় হাঁটুজল থাকা নদে নৌকাও চলে না, সেতুও নেই। মান্দার পিছু পিছু হেঁটে নদী পার হওয়ার দারুণ এক অভিজ্ঞতা।
মারিয়াদের সাফল্যের সূত্র ধরে এ অজপাড়াগাঁয়ে বিদ্যুৎ এসেছে, অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, সমাজে উল্লেখযোগ্য সংস্কারও হয়েছে। কলসিন্দুর বাজারে এখন বোধ হয় চকলেট-আইসক্রিমও মেলে। ছয় বছর আগে পুরো বাজার তন্ন তন্ন করে এমন কিছু পায়নি বলেই রাশেদ সানজিদাকে দই কিনে দিয়েছিলেন। সানজিদা তখন আর অনূর্ধ্ব-১৫ দলে খেলেন না। তবু তাঁর এলাকায় যাওয়ার খবর শুনে দেখা করতে এসেছিলেন। সৌজন্য দেখিয়ে রাশেদ কিছু খাওয়াতে চেয়েছিলেন। অগত্যা দই দিয়েই সমাধান। এই অর্ধযুগে কলসিন্দুর নিশ্চয়ই আরও বদলেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তনের ঢেউটা দেখা যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবলে।
কলসিন্দুরের আটজন খেলোয়াড় আছেন গত পরশু নেপালকে হারিয়ে দক্ষিণ এশীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এই বাংলাদেশ দলেও। মারিয়া, সানজিদা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মার্জিয়া, তহুরা খাতুন, সাজেদা খাতুন, শিউলি আজিমদের শেকড় কলসিন্দুর হতে পারে; তবে তাঁরা সবাই বাংলাদেশের প্রতিনিধি। একটা নির্দিষ্ট জনপদ শুধু নয়, তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পুরো বাংলাদেশ ফুটবলের মলিন ছবিটা বদলে দিতে। বয়সভিত্তিক ফুটবলে আলো ছড়ানো এই ফুটবলারদের সফল নেতৃত্বে এক সুতোয় গেঁথে রাখছেন সাবিনা খাতুনের মতো একজন অধিনায়ক। আর দুরন্ত গতিতে এগিয়ে যেতে গোলাম রব্বানী ছোটনের সঠিক দিকনির্দেশনা তো আছেই।
মাহেন্দ্রক্ষণেও না পাওয়ার যাতনা ভোলার নয়—সানজিদার ভাইরাল পোস্ট সেটিই বলে। নারী ফুটবলারদের ত্যাগ আর সংগ্রামের কথা তাই ঘুরেফিরে আসছে এই আনন্দমুহূর্তে। নারী ফুটবলারদের নিয়ে ঠাট্টা-তামাশা, তাঁদের আর্থিক সমস্যা, প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকটসহ অপ্রতুল সুযোগ-সুবিধার সমাধান হয়তো রাতারাতি হবে না।
কিন্তু যেভাবে কলসিন্দুর বদলে গেছে ফুটবলারদের সৌজন্যে, একইভাবে দেশের ফুটবলেও যদি এই সাফল্যের ইতিবাচক প্রভাব পড়ে, সেটিই হতে পারে সবচেয়ে বড় প্রাপ্তি।
জাতীয় দলের সাবেক ফুটবলার রাশেদুল ইসলামের সঙ্গে প্রায় ছয় বছর আগের এক স্মৃতি রোমন্থন হচ্ছিল গত সন্ধ্যায়। সদ্যই সাংবাদিকতা ছেড়ে পুরোদস্তুর ফুটবলের মানুষ হয়ে যাওয়া রাশেদের কাছে জানতে চাওয়া, সেদিন কলসিন্দুর বাজারে সানজিদা আক্তারকে যেন কী দেওয়া হয়েছিল? সাবেক সহকর্মী রাশেদ চওড়া হাসিতে বলেন, ‘দই, দই।’
সে এক অভিজ্ঞতা হয়েছিল বটে। ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ সাফজয়ী দলের ৮ জনই ছিল কলসিন্দুরের মেয়ে। কলসিন্দুর গ্রামটা তারও আগে থেকে বিশেষ পরিচিতি পেয়েছে এ কিশোরী ফুটবলারদের সৌজন্যেই। পিচ ওঠা, ধুলাওড়া দীর্ঘ পথ পেরিয়ে শীতের এক স্নিগ্ধ বিকেলে মারিয়া-সানজিদাদের গ্রামে পৌঁছে সত্যি মুগ্ধ হতে হলো। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ অধিনায়ক মারিয়া মান্দা নিয়ে গেলেন তাঁর বাড়িতে। মারিয়ার বাড়িতে যেতে হয় মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা নেতাই নদ পেরিয়ে।
শীতের সময় হাঁটুজল থাকা নদে নৌকাও চলে না, সেতুও নেই। মান্দার পিছু পিছু হেঁটে নদী পার হওয়ার দারুণ এক অভিজ্ঞতা।
মারিয়াদের সাফল্যের সূত্র ধরে এ অজপাড়াগাঁয়ে বিদ্যুৎ এসেছে, অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, সমাজে উল্লেখযোগ্য সংস্কারও হয়েছে। কলসিন্দুর বাজারে এখন বোধ হয় চকলেট-আইসক্রিমও মেলে। ছয় বছর আগে পুরো বাজার তন্ন তন্ন করে এমন কিছু পায়নি বলেই রাশেদ সানজিদাকে দই কিনে দিয়েছিলেন। সানজিদা তখন আর অনূর্ধ্ব-১৫ দলে খেলেন না। তবু তাঁর এলাকায় যাওয়ার খবর শুনে দেখা করতে এসেছিলেন। সৌজন্য দেখিয়ে রাশেদ কিছু খাওয়াতে চেয়েছিলেন। অগত্যা দই দিয়েই সমাধান। এই অর্ধযুগে কলসিন্দুর নিশ্চয়ই আরও বদলেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তনের ঢেউটা দেখা যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবলে।
কলসিন্দুরের আটজন খেলোয়াড় আছেন গত পরশু নেপালকে হারিয়ে দক্ষিণ এশীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এই বাংলাদেশ দলেও। মারিয়া, সানজিদা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মার্জিয়া, তহুরা খাতুন, সাজেদা খাতুন, শিউলি আজিমদের শেকড় কলসিন্দুর হতে পারে; তবে তাঁরা সবাই বাংলাদেশের প্রতিনিধি। একটা নির্দিষ্ট জনপদ শুধু নয়, তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পুরো বাংলাদেশ ফুটবলের মলিন ছবিটা বদলে দিতে। বয়সভিত্তিক ফুটবলে আলো ছড়ানো এই ফুটবলারদের সফল নেতৃত্বে এক সুতোয় গেঁথে রাখছেন সাবিনা খাতুনের মতো একজন অধিনায়ক। আর দুরন্ত গতিতে এগিয়ে যেতে গোলাম রব্বানী ছোটনের সঠিক দিকনির্দেশনা তো আছেই।
মাহেন্দ্রক্ষণেও না পাওয়ার যাতনা ভোলার নয়—সানজিদার ভাইরাল পোস্ট সেটিই বলে। নারী ফুটবলারদের ত্যাগ আর সংগ্রামের কথা তাই ঘুরেফিরে আসছে এই আনন্দমুহূর্তে। নারী ফুটবলারদের নিয়ে ঠাট্টা-তামাশা, তাঁদের আর্থিক সমস্যা, প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকটসহ অপ্রতুল সুযোগ-সুবিধার সমাধান হয়তো রাতারাতি হবে না।
কিন্তু যেভাবে কলসিন্দুর বদলে গেছে ফুটবলারদের সৌজন্যে, একইভাবে দেশের ফুটবলেও যদি এই সাফল্যের ইতিবাচক প্রভাব পড়ে, সেটিই হতে পারে সবচেয়ে বড় প্রাপ্তি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫