Ajker Patrika

ঘিওর ও সাটুরিয়ায় মনোনয়নপত্র দাখিল

ঘিওর ও সাটুরিয়া প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৪২
ঘিওর ও সাটুরিয়ায় মনোনয়নপত্র দাখিল

মানিকগঞ্জের ঘিওর ও সাটুরিয়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থীরা। গত বৃহস্পতিবার তাঁরা এ মনোনয়নপত্র জমা দেন।

ঘিওর: বৃহস্পতিবার ঘিওরের সাতটি ইউপিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ ফেরদৌসী বেগমের কাছে তাঁরা এ মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পয়লা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, সিংজুরী ইউপিতে মো. আব্দুল আজিজ, ঘিওর ইউপিতে মো. হামিদুর রহমান, বরটিয়া ইউপিতে মো. সামছুল হক মোল্লা রওশন, বালিয়াখোড়ায় এম এ লতিফ, বানিয়াজুরীতে মো. নুর আলম ও নালীতে আব্দুল কুদ্দুস।

সাটুরিয়া: সাটুরিয়ার নয়টি ইউনিয়নের প্রার্থীরা উপজেলার তিন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নে ৮১টি ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদে ২৮৪ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। নয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত