Ajker Patrika

গোপালপুরে শহীদ পরিবারের সদস্যরা পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ৩৩
গোপালপুরে শহীদ পরিবারের সদস্যরা পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি

গোপালপুরে গণহত্যার শিকার শহীদ পরিবারের জীবিত পাঁচ বিধবা পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রচলিত সুযোগ-সুবিধা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তত্ত্বাবধানে এসব অসহায় ও বিধবার দুঃখের অবসান হতে যাচ্ছে।

প্রথম দফায় ইফাতন বেওয়া, সমলা বেওয়া (যুদ্ধাহত), সালেহা বেওয়া, রাবেয়া বেওয়া ও হামিদা বেওয়াকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়ার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গত সোমবার এ পাঁচ বিধবার চূড়ান্ত তালিকা জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক ড. আতাউল গনি এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ছাড়া ওই গণহত্যায় নিহত ১৭টি পরিবারের ৩৫ আবেদনপত্র স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, ‘৭১ সালের ওই দিন মাহমুদপুর গ্রামে গণহত্যার ঘটনা ঘটে। এতে ১৭ জন শহীদ হন। বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। ধর্ষিতা হয় বহু নারী। স্থানীয় প্রশাসন গত অক্টোবর মাসে গণহত্যায় শহীদদের স্মরণে ‘স্বাধীনতা ৭১’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। এর অনেক আগে ‘৭২ সালের ২০ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব শহীদ পরিবারের সদস্যদের কাছে পাঠানো এক পত্রে গণহত্যার শিকার সবাইকে শহীদের মর্যাদা দেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মহকুমা প্রশাসকের মাধ্যমে প্রত্যককে ২ হাজার টাকার অনুদান দেন। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সবকিছু মাটিচাপা পড়ে যায়।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে শহীদ পরিবারের পাঁচজন বিধবাকে বাছাই করা হয়েছে। ১৭টি শহীদ পরিবারের মধ্যে একটি পরিবার অজ্ঞাত রয়েছে বাকি ১৬টি পরিবার থেকে ৩৫টি আবেদন রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার জন্য পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত