Ajker Patrika

ভালোবাসা ভাগাভাগি করে নিলেন তাঁরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৯
Thumbnail image

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি ঘিরে সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি থাকে না। প্রিয়জনের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা দিবস উদ্‌যাপন করে থাকেন অনেকে। তবে ঢাকার কেরানীগঞ্জে ভিন্নভাবে দিবসটি উদ্‌যাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য বিমোচন গ্রুপ।

৬ শতাধিক মাদ্রাসাশিক্ষার্থীর সঙ্গে এবার ভালোবাসা ভাগাভাগি করে নিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। কয়েকটা ঘণ্টা সময় তাদের সঙ্গে কাটিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদ্‌যাপন ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার খাড়াকান্দী মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় দারিদ্র্য বিমোচন গ্রুপ (ডিবিজি) সভাপতি ইয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. হাবিবুর রহমান, সমাজসেবক প্রকৌশলী জহির আরিফ ও রিয়াজ আহমেদ।

সংগঠনটির এক সদস্য বলেন, আমাদের এই ধরনের উদ্যেগ নেয়ার কারন হচ্ছে, আমরা ভালোবাসাটাকে এক কেন্দ্রীক করে ফেলেছি। এই এক কেন্দ্রীক ভালোবাসা থেকে বেরিয়ে আসতে হবে। ভালোবাসা হোক সবার জন্য।

দারিদ্র্য বিমোচন গ্রুপ (ডিবিজি) সভাপতি ইয়ার হোসেন বলেন, ‘সবাই ভালোবাসা দিবস উদ্‌যাপন করে প্রিয়জনকে ফুল দিয়ে। যাদের প্রিয়জন নেই তাদের কে ফুল দেবে? এই চিন্তা থেকেই মূলত আমরা ব্যতিক্রমীভাবে দিবসটি পালনের পরিকল্পনা গ্রহণ করেছি। ৬ শতাধিক মাদ্রাসাশিক্ষার্থীর সঙ্গে এক বেলার খাবার ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের এবারের ভালোবাসা দিবস।’

ইয়ার হোসেন আরও বলেন, ‘কেরানীগঞ্জ উপজেলার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যেই আমাদের এ সংগঠনের যাত্রা। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এছাড়া আমরা ব্যক্তিগত পর্যায়ে উপজেলার বিভিন্ন কবরস্থান পরিচ্ছন্নতার কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত