Ajker Patrika

যানজট ও বাড়তি ভাড়ায় ভোগান্তি ভর্তি-ইচ্ছুকদের

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উপস্থিতিতে ময়মনসিংহ নগরজুড়ে ছিল তীব্র যানজট ও ভোগান্তি।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের ব্যক্তি ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগতরা। তাঁরা সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনকে এর জন্য দায়ী করেছেন। এমন পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া আদায় করতে ভোলেননি যানবাহনচালকেরা। তবে যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে তাঁরা তৎপর ছিলেন বলে দাবি ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের।

জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি আসনের বিপরীতে ১২ হাজার ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১টি আসনের জন্য প্রায় ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। ৭টি মূল কেন্দ্র ও একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে পরীক্ষা হয়। পরীক্ষা শুরু হওয়ার আগে ও শেষ হওয়ার পরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেওয়াটখালী থেকে পাটগুদাম ব্রিজসহ পুরো নগরীতে তীব্র যানজটে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

রাজশাহী থেকে পরীক্ষা দিতে আসা তাসনিয়া জান্নাত বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে শহরে, সেই শহর এমন হতে পারে না। বড় আশা নিয়ে এসেছি পরীক্ষা দিতে। কিন্তু অটোরিকশার যে অবস্থা, তাতে মনে হয়েছে শহরটি অপরিকল্পিত। ’

বরিশাল থেকে আসা লাবিব হাসান বলেন, ‘এত অটোরিকশা থাকার পরেও আজ যে পরিমাণ ভাড়া নেওয়া হয়েছে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘শিক্ষার্থীদের ভোগান্তি দেওয়া কোনোভাবেই উচিত হয়নি।  ট্রাফিক ব্যবস্থা জোরদার করলে ভোগান্তি অনেকটাই কম হতো।

জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা বাইপাস মোড়ে যানজটের জন্য আমাদের দায়ী করে লাভ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত