Ajker Patrika

কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪৫
Thumbnail image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত নেতা–কর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। উপজেলা পরিষদের গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন-নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন সবুজ, এনামুল হাসান রাজীব ও ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না প্রমুখ। এ সময় আ. লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক এবং বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আ. লীগের সাবেক সহসভাপতি সামসুদ্দোহা ও পাকুন্দিয়া ডিগ্রী কলেজছাত্র সংসদের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে ৬৭ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা আ. লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত