Ajker Patrika

সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৪২
সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রাম থেকে দশম শ্রেণিতে পড়ুয়া কানিজ ফাতেমা নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ হস্তান্তর করেছে পুলিশ।

গতকাল বিকেলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গত সোমবার রাতে মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় কানিজ ফাতেমার। এ নিয়ে অভিমান করে গতকাল সকালে বসতঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কানিজ ফাতেমা বাবুপুর হাজী বাড়ির মো. সোহাগের মেয়ে। সে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।

তবে কানিজ ফাতেমার মৃত্যুর বিষয়ে পরিবারের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল জানান, স্কুলছাত্রীর আত্মহননের ঘটনাটি খুবই দুঃখজনক। পারিবারিক ও সামাজিক বিষয় বিবেচনা করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিয়েছে প্রশাসন। আর কোনো ছাত্রী যেন কোনো কারণেই আত্মহননের পথ বেছে না নেয়, সে ব্যাপারে শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সজাগ থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত