Ajker Patrika

শিশু ধর্ষণ মামলায় ৪ দিনেও গ্রেপ্তার নেই

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ১৫
শিশু ধর্ষণ মামলায়  ৪ দিনেও গ্রেপ্তার নেই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা করার চার দিনেও ধর্ষক গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে গত ১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন মিয়ার নতুন বাড়ির মোহাম্মদ নূরুল হকের ছেলে মো. শাকিব (১৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে ধর্ষক শাকিব চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের মিলন মেম্বারের ধান খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর এলাকার এক বাসিন্দা শিশুটিকে সেখানে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং শাকিবকে দৌড়ে পালিয়ে যেতে দেখে। তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। জুমার নামাজ শেষে ঘটনা জানতে পেরে শিশুটির বাবা তাকে কোম্পানীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন। পরে শিশুটির বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম রাজা বলেন, আসামি শাকিবকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত