Ajker Patrika

আত্মনির্ভরশীল হচ্ছেন আশ্রয়ণের বাসিন্দারা

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১: ৩৪
আত্মনির্ভরশীল হচ্ছেন আশ্রয়ণের বাসিন্দারা

ঘাটাইল উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া ভূমিহীন পরিবারকে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছে সরকার। মাছ চাষের জন্য পুকুর লিজ দেওয়া, সমবায় সমিতি গঠনসহ নানা কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলায় ১৪টি ইউনিয়নের ১৭টি এলাকায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন ২৭৬টি পরিবার। আরও ৬০টি ঘরের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ শেষ হলেই তা ভূমিহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে ইতিমধ্যে উপজেলার রসুপুর ইউনিয়নে শালিয়াবহ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে প্রকল্প সংলগ্ন দেড় একর আয়তনের একটি খাস পুকুর প্রভাবশালীদের কাছ থেকে দখলমুক্ত করে আশ্রয়ণের বাসিন্দাদের কাছে লিজ দেওয়া হয়েছে। গঠন করে দেওয়া হয়েছে জেলে সমবায় সমিতি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আশ্রয়ণের বাসিন্দাদের নিজ নিজ পেশায় দক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, ভাসমান হিজড়া সম্প্রদায়ের ৬ জনকে আশ্রয়ণের ঘর প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার আশ্রয়ণে ঠাঁই পাওয়া গৃহহীন ও ভূমিহীন পরিবারের কর্মসংস্থানের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণ ও অর্থায়নের ব্যবস্থা করে টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত