Ajker Patrika

সাড়ে ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ৩০
সাড়ে ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে মাগুরার মহম্মদপুরের পাঁচ সহস্রাধিক হেক্টর খেতের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

এর মধ্যে ৮১৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত খেতের পরিমাণ ৪৮৬৯ হেক্টর। মসুরি, সরিষা, পেঁয়াজ, রসুন, গম, খেসারি কলাই, মোটর কলাই, কালোজিরা, ধনিয়া, মরিচ, শাক-সবজি, বোরো বীজতলাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এখানকার কৃষকেরা। বিশেষ করে আসন্ন বোরো মৌসুমে ধান রোপণের জন্য আগাম প্রস্তুতি হিসেবে চারা (পাতো) উৎপাদনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭২৫ হেক্টর মুসুরের মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৪০০ হেক্টরের এবং আংশিক ক্ষতি হয়েছে ২৩২৫ হেক্টরের। ১৩৫৫ হেক্টর সরিষার মধ্যে সম্পূর্ণ ক্ষতিসাধিত হয়েছে ১৫০ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ১২০৫ হেক্টরের। ২১৯ হেক্টর পেঁয়াজ-রসুনের মধ্যে ৬৫ হেক্টর সম্পূর্ণ ক্ষতি এবং ১৫৪ হেক্টরের আংশিক ক্ষতি হয়েছে। ৩০২ হেক্টর গমের মধ্যে সম্পূর্ণ ক্ষতি ৩০ হেক্টরে এবং ১০২ হেক্টরে আংশিক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবাহান বলেন, ‘দুর্যোগের কবলে পড়ে কৃষকের বেশ বড় ধরনের ক্ষতি হয়ে গেল। ক্ষতি পুষিয়ে নিতে তাঁদেরই ঘুরে দাঁড়াতে হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কীটনাশক ও বীজ বিতরণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত