Ajker Patrika

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবার অবনতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ১২
খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবার অবনতি

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আপাতত তাঁর রক্তক্ষরণ বন্ধ থাকলেও সার্বিক বিবেচনায় শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর আবারও একটু খারাপ হয়েছে। গতকাল (মঙ্গলবার) থেকে তাঁর বিভিন্ন প্যারামিটার নিচের দিকে। হিমোগ্লোবিন কমের দিকে।’ তবে রক্তক্ষরণ এখন বন্ধ রয়েছে বলে জানান তিনি।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পরে এরই মধ্যে তাঁর কয়েক দফায় রক্তক্ষরণ হয়েছে।

২২ ডিসেম্বর ৩২ জেলায় বিএনপির সমাবেশ: খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে সারা দেশের ৩২টি জেলায় সমাবেশ ডেকেছে বিএনপি। গতকালের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, ‘২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই সমাবেশ উপলক্ষে আমরা জাতীয় পর্যায়ে কয়েকটি টিম গঠন করেছি।’

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন ঢাকা বিভাগে টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে। এসব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সমন্বয় করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইলের জনসভায় বক্তব্য রাখবেন। ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ৬টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন ৭টি করে সমাবেশ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত