Ajker Patrika

চাটখিলের নোয়াখলা ইউপি নির্বাচন স্থগিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ২৪
চাটখিলের নোয়াখলা ইউপি নির্বাচন স্থগিত

নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের এক চিঠিতে স্থগিত হওয়ার আদেশ দেওয়া হয়। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ওই ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল।

গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন। তিনি বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউপি নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলার আটটি ইউপিতি নির্বাচন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত