Ajker Patrika

কারাগারে বিএনপি নেতার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১: ৫২
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমদ (৬৫) আটকের ২৮ দিনের মাথায় মারা গেছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গত সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের হাটহাজারীতে মন্দির ভাঙচুর ও সহিংসতার মামলায় গত ১৮ অক্টোবর ফকির আহমদসহ তিনজনকে আটক করে পুলিশ। আদালত ফকির আহমদকে কারাগারে পাঠান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসকের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, ফকির আহমেদের হৃদ্‌যন্ত্রে দুটি ব্লক ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, ফকির আহমদের ছেলে তানরাজ আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর বাবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্র বলেছে, গতকাল মঙ্গলবার ফকির আহমদের মরদেহ মিরসরাই পৌরসভার নাজিরপাড়ায় নিজ বাড়িতে পৌঁছায়। সন্ধ্যায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত