Ajker Patrika

লুটে নেওয়া খাসিতে ভূরিভোজ, গ্রেপ্তার ১

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ০৬
লুটে নেওয়া খাসিতে ভূরিভোজ, গ্রেপ্তার ১

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় হিন্দুদের বাড়ি থেকে লুটে নেওয়া খাসি জবাই করে ভূরিভোজ করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সোনা মিয়া (৫২)। তিনি উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় ঘোলা গ্রামের বাসিন্দা।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১৭ অক্টোবর রাতে রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা গ্রামের মাঝিপাড়ায় হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। বেশ কয়েকটি বাড়ি থেকে মালামালের পাশাপাশি গরু-ছাগলও লুট করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা ও লুটপাটের অভিযোগে একটি মামলা করে।

হামলার সময় একটি খাসি লুট করে কয়েকজন মানুষ মিলে জবাই করে খাওয়ার অপরাধে গত শনিবার রাতে উপজেলার খেদমতপুর ঘেগারতলা থেকে পুলিশ সোনা মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে রংপুর আদালতে হাজির করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘সোনা মিয়া ঘটনার সঙ্গে জড়িত নয় বলে অস্বীকার করলেও তাঁর মোবাইল ফোনের কল লিস্টে তাঁকে ঘটনাস্থলে পাওয়া গেছে। এ ছাড়াও রিমান্ডে আনা অন্য আসামিরাও তাঁর বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সাক্ষী দিয়েছেন। তাই সোনা মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত