Ajker Patrika

‘স্কাউট সদস্যরা এ দেশকে নেতৃত্ব দেবে’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ০৭
‘স্কাউট সদস্যরা এ দেশকে নেতৃত্ব দেবে’

‘এই দেশ স্বাধীন না হলে আজকের এই বাংলাদেশ পেতাম না, এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। যাঁদের আত্মত্যাগের বিনিময় এ দেশ স্বাধীন হয়েছে তাঁদের প্রতি আজীবন বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ থাকতে হবে।’ বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

গতকাল সোমবার দিনারপুর কলেজ প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ডে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্কাউটস নবীগঞ্জ উপজেলা শাখা এর আয়োজন করে।

এ সময় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ বলেন, স্কাউট সদস্যরা প্রত্যেকেই কর্মঠ, কর্মদক্ষতা মেধা ও সৃজনশীলতার মাধ্যমে স্কাউট সদস্যরা সমাজ ব্যবস্থা ও জাতীয় পর্যায়ে একদিন নেতৃত্ব দেবে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত