Ajker Patrika

করোনা সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন

রংপুর ও তারাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৪: ৫৭
করোনা সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন

করোনা মহামারির নতুন ঢেউ সামাল দিতে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে রংপুরে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মলিহা খানমের নেতৃত্বে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ এবং করোনাভাইরাস রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম বলেন, ‘করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় সরকারের বিধিনিষেধ মানাতে প্রশাসন তৎপর রয়েছে। প্রাথমিকভাবে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পরে কঠোরতা অবলম্বন করা হবে।’

বিভাগে করোনা শনাক্তের হার গত দিনের চেয়ে কমেছে। গতকালের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৬৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গত শুক্রবার ১৬৪ জনের করোনা শনাক্ত হওয়ার সংবাদ জানানো হয়েছিল।

গতকাল দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম নতুন শনাক্তের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে দিনাজপুরের ৪২, রংপুরের ১১, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের পাঁচজন করে এবং গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার একজন করে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৩ লাখ ১২ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৪৭২ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৬৪ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ২৫২ জনের।

এদিকে তারাগঞ্জে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। মহামারির বিস্তার রোধে সরকার ঘোষিত নতুন বিধিনিষেধ প্রতিপালনে শুরু হয়েছে তৎপরতা। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে তারাগঞ্জ হাটে ব্যবসায়ীদের দূরত্ব বিধি মেনে, মুখে মাস্ক পরে কেনাবেচার জন্য বলা হয়। এ সময় হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াছমিন একদল পুলিশ সঙ্গে নিয়ে এ সচেতনতামূলক অভিযান চালান। তিনি অভিযানে সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এ সময় আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত