Ajker Patrika

মামুনুর রশীদের সঙ্গে অভিনয়ে চঞ্চলপুত্রের অভিষেক

মামুনুর রশীদের সঙ্গে অভিনয়ে চঞ্চলপুত্রের অভিষেক

দুই বছর আগে বাবা চঞ্চল চৌধুরীর নাটকের শুটিং দেখতে গিয়ে একটি দৃশ্যে অভিনয় করেছিল পুত্র শুদ্ধ। সেদিন অনেকটা অপ্রস্তুত অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়ালেও এবার আনুষ্ঠানিকভাবে অভিনয়ে অভিষেক হলো শুদ্ধর। বৃন্দাবন দাসের লেখা ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ইতি তোমার আমি’ নাটকে অভিনয় করছে শুদ্ধ। এজাজ মুন্নার পরিচালনায় এতে শুদ্ধর সহশিল্পী চঞ্চল চৌধুরীর নাট্যগুরু মামুনুর রশীদ।

গতকাল থেকে ইতি তোমার আমি নাটকের শুটিং শুরু করেছে শুদ্ধ। মামুনুর রশীদ ও শুদ্ধর শুটিংয়ের দুটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল। সে ছবিতে দেখা যায়, মামুনুর রশীদ ও শুদ্ধ দুজনের পরনে স্কুলের ইউনিফর্ম, কাঁধে ঝোলানো স্কুলব্যাগ। ক্যাপশনে 
চঞ্চল লেখেন, ‘দাদা-নাতি দুইজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ, প্রবল বন্ধুত্ব দুইজনের।’

অভিনয়ে ছেলের অভিষেক নিয়ে চঞ্চল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে সুশীল ফ্যামিলি নাটকে তাকে দেখা গেছে। তবে কোনো আনুষ্ঠানিকতা নয়, সেখানে ও গিয়েছিল শুটিং দেখতে। তখন তাকে একটু টেস্ট করা হয়েছিল। এবারই নাটকের একটি মুখ্য চরিত্রে অভিনয় করছে শুদ্ধ। পরিচালক ওর শিডিউল নিয়েছেন।’

নিজের নাট্যগুরুর সঙ্গে ছেলের অভিষেক নিয়ে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘প্রথম নাটকে মামুন ভাইকে সহশিল্পী হিসেবে পাওয়া শুদ্ধর সৌভাগ্য।’ অভিনয়ে শুদ্ধর আগ্রহ আছে বলে জানান চঞ্চল। তিনি বলেন, ‘অভিনয় করার আগ্রহ আছে ওর। তবে স্কুল, কোচিং সব মিলিয়ে সুযোগ হয়ে ওঠে না। এবার সুযোগ হলো। সে যদি ভালো করে তাহলে পরিবার থেকে অবশ্যই সাপোর্ট করতে হবে। এখন তো মাত্র শুরু হলো।’

ইতি তোমার আমি নাটকের গল্পে দেখা যাবে, মামুনুর রশীদ অভিনীত চরিত্রটি গ্রামের বড়লোক ব্যক্তি। বয়সে প্রবীণ হলেও তার একটা মেয়েকে ভালো লাগে। কিন্তু মেয়েটি জানায়, সে তো পড়ালেখা জানে না। তাই তাকে সে ভালোবাসবে না। উপায় না দেখে সে নাতির হাত ধরে স্কুলে যায়। গাজীপুরের পূবাইলে চলছে নাটকের শুটিং। রোজার ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ৭ পর্বের ধারাবাহিক নাটকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত