Ajker Patrika

নারীদের পাশে তথ্য আপা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২: ১৩
নারীদের পাশে তথ্য আপা

কুড়িগ্রামের চিলমারীতে গ্রামের অসহায় নারীদের তথ্য আপার মাধ্যমে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এতে অনেকে কৃষি, শিক্ষা, ব্যবসা সংক্রান্ত তথ্য পেয়ে উপকৃত হচ্ছেন।

জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের জন্য কাজ করছেন উপজেলায় তথ্য আপা। সমাজে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং লিঙ্গবৈষম্য দূর করতে তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে নারীর ভাগ্যবদলের এ সরকারি উদ্যোগে চিলমারী উপজেলার রাণীগঞ্জ, থানাহাট, নয়ারহাট, চিলমারী ও রমনা মডেল ইউনিয়নের ১৬ হাজার নারীকে সেবা দিচ্ছেন তথ্য আপা। এ ছাড়াও উঠান বৈঠকে প্রতিমাসে চারটি করে উঠান বৈঠক হচ্ছে।

সুবিধাভোগী নারীরা সাধারণত চাকরির আবেদন করতে আসেন, চাকরির খোঁজখবর নিতে আসে। তাঁদের তথ্য জানতে অফিসে যোগাযোগ করেন। এতে নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিনা মূল্যে নারীদের তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা দেওয়ার মাধ্যমে চাকরির আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল ই-মেইল, মেসেঞ্জার, স্কাইপের সাহায্যে যোগাযোগ, কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান, আইনি সহায়তার পরামর্শ প্রদান, নারীদের ডায়াবেটিকস, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপাসহ গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য www. IaaIsobuj. com মার্কেট প্লেস পরিচালনা, উঠান বৈঠক তথ্যকেন্দ্রের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার আফরোজা বেগম বলেন, ‘তথ্যকেন্দ্রে কর্মরত তথ্য আপারা উঠানবৈঠকে উপস্থিত নারীদের ইন্টারনেটের বাস্তব ব্যবহারের মাধ্যমে সেবাপ্রাপ্তির পদ্ধতি প্রদর্শন করেন, এতে আমিও অনেক কিছু শিখেছি।’

থানাহাট হাট ইউনিয়নের ডেমনার পাড়া এলাকার মোছা. জুই আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্যসেবা অফিসে এসে জন্ম নিবন্ধনের জন্য বিনা মূল্যে আবেদন করলাম আমি সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই।’

এ বিষয়ে তথ্যসেবা কর্মকর্তা মোছা. শারমিন রহমান জানান, তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা তৃণমূল পর্যায়ে নারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তথ্য আপা। ইতিমধ্যে চিলমারী উপজেলায় তথ্য আপা ডোর টু ডোর, উঠান বৈঠক এবং তথ্যকেন্দ্রের মাধ্যমে আড়াই বছরে প্রায় ১৬ হাজার নারীকে বিভিন্ন বিষয়ে সেবা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত