Ajker Patrika

ঘরেই লাগান রসুনের গাছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৪৫
ঘরেই লাগান রসুনের গাছ

রসুন প্রয়োজনীয় খাদ্যপণ্য। এটি একই সঙ্গে টোটকা হিসেবেও ব্যবহার হয়। তাই অনেকেই এখন বাসায় রসুন ফলানোর চেষ্টা করেন।

  • আধা লিটারের প্লাস্টিকের বোতলের ওপরটুকু কেটে ফেলুন। এরপর বোতলের কাটা জায়গায় ইস্তিরি গরম করে লাগিয়ে নিন, তাতে প্লাস্টিকের ধার ভোঁতা হয়ে যাবে।
  • এরপর পানি দিয়ে ভর্তি করে আস্ত রসুন সেই বোতলের ওপর রাখুন। খেয়াল রাখবেন যাতে শিকড় পানিতে ডুবে থাকে।
  • রসুনসহ বোতলটি রোদের আলোয় ৭ দিন রাখলেই সবুজ পাতা বের হবে। ১০ দিন হয়ে গেলে রসুন তুলে ফেলুন। এরপর একটি একটি করে কোয়া খুলে মাঝারি আকারের টবে পুঁতে দিন। এক টবে ছয়টি কোয়া একই দূরত্বে লাগিয়ে নিন। কোয়াগুলোর শুধু সবুজ পাতাটি মাটির ওপরে থাকবে।
  • নয় মাস অপেক্ষার পর এক একটি কোয়া থেকে আস্ত রসুন তুলতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত