Ajker Patrika

ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম বন্দরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম বন্দরে

ইউক্রেন থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে ম্যাগনাম ফরচুন নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার সকালে খাদ্য বিভাগের উপনিয়ন্ত্রক (সংরক্ষণ ও চলাচল) সুনিল দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনিল দত্ত জানান, জাহাজটি গত বুধবার বিকেলে সরকারি এসব গম নিয়ে বন্দরে পৌঁছায়।

জানা গেছে, সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করে সরকার। ভারত রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জি টু জি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। এরই অংশ হিসেবে ইতিমধ্যে দুই চালানে রাশিয়া থেকে আসে এক লাখ টনের বেশি গম।

খাদ্য উপনিয়ন্ত্রক সুনিল দত্ত বলেন, গতকাল জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাগারে পরীক্ষা করা হবে। চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিক থাকলে খালাসের জন্য আনুষঙ্গিক প্রক্রিয়া শুরু করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত