Ajker Patrika

টাকা দিলেই মেলে মদ ফেরার পথে ফেঁকড়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ২২
টাকা দিলেই মেলে মদ  ফেরার পথে ফেঁকড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার দুইটি বার (মদের দোকান) থেকে যে কেউ মদ কিনতে পারার অভিযোগ উঠেছে।

নিয়মানুযায়ী পারমিট থাকা ব্যক্তিই সেখান থেকে মদ কিনতে পারবেন। তবে সেখান থেকে মদ কিনে ফেরার পথে অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে মামলা এবং সম্মানহানির শিকার হচ্ছেন; এমনটাই জানিয়েছেন ক্রেতারা। তবে পারমিট না-থাকা ব্যক্তির কাছে মদ বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন বারের ব্যবস্থাপক।

বনানী মোড় এলাকার পর্যটন বার থেকে বিভিন্ন সময় মদ কেনেন উপজেলার আড়িয়া ইউনিয়নের এক বালু ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমার পারমিট নেই। বার থেকে মদ কিনতে পারমিট দেখে না। টাকা দিলেই মদ দেয়।’

এই ব্যবসায়ী আরও জানান, পারমিট নেই এমন ব্যক্তির কাছে প্রকাশ্যে মদ বিক্রি করলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না। কিন্তু মদ কিনে ফেরার সময় প্রায়ই আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। সেবন করার জন্য কিনলেও মাদক ব্যবসায়ীর মামলা দিয়ে আদালতে চালান করে।

জানতে চাইলে বগুড়া ধুনট উপজেলার কলাইপাড়া ইউনিয়নের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী বলেন, ‘২ ডিসেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি বার থেকে ৯ হাজার টাকায় বিদেশি মদ কিনি। ফেরার পথে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী আমাকে সেই মদসহ গ্রেপ্তার করে। পরদিন থানায় মাদক বিক্রির মামলা দিয়ে আমাকে আদালতে চালান করে।’

জানতে চাইলে এক বারের ব্যবস্থাপক ওবায়দুল হক পাঠান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘পারমিট না-থাকা ব্যক্তির কাছে মদ বিক্রি করা হয় না। বর্তমানে বিদেশি মদ স্টকে নেই। তাই শুধু কেরু (দেশীয় কোম্পানির) মদ বিক্রি করছি। আমাদের এখানে এখন পর্যন্ত প্রশাসন কোনো ঝামেলা করেনি।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, শুধু পারমিট থাকা ব্যক্তির কাছে বারগুলো মদ বিক্রি করতে পারবে। অথবা বিদেশি কেউ চাইলে কিনতে পারবেন। এর বাইরে কারও কাছে মদ বিক্রি করা যাবে না।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন , পারমিট ব্যতীত লোকজনের কাছে মদ বিক্রির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত