Ajker Patrika

বৌডোবার চরে সাঁকো হচ্ছে স্বেচ্ছাশ্রমে

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২১: ২৯
Thumbnail image

বরিশালের মেহেন্দীগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বৌডোবার চরে চলছে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ। প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্যের বৌডোবার চর খালে এ সাঁকো নির্মাণে মাঝের চর গ্রামের দেড় শতাধিক মানুষ কাজ করছেন। এতে সেখানকার ৩টি গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানা গেছে।

খালে সাঁকো নির্মাণে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী সুমন ব্যাপারী জানান, দীর্ঘদিন ধরে দড়িরচর খাজুরিয়ার কয়েকটি গ্রামের মানুষ বউডোবার খাল পেরোতে দুর্ভোগে পড়তেন। স্থানীয় জাহাঙ্গির কাউন্সিলর ও কালু মেম্বারের উদ্যোগে এলাকাবাসী মিলে এখন সাঁকো তৈরি করছেন।

স্থানীয় বাসিন্দা সফি ফকির, তোফায়েল হোসেন, মিজান বিশ্বাস জানান, এক সপ্তাহ ধরে তাঁরা সাঁকোটি নির্মাণ করছেন। প্রায় ২ লাখ টাকা খরচ হতে পারে সাঁকোটি সম্পন্ন করতে।

দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কালু ব্যাপারী বলেন, বউডোবার খাল পেরোতে একটি সাঁকোর জন্য স্থানীয় সাংসদ, চেয়ারম্যানের পেছনে অনেক ছুটেছেন। অবশেষে গত ৭-৮ দিন ধরে এলাকাবাসীকে নিয়ে সাঁকোটি করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত