Ajker Patrika

৩২ কেজির কালো পোপা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৪: ১০
৩২ কেজির কালো পোপা

কক্সবাজারের টেকনাফের সাগর উপকূলে ধরা পড়েছে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালো পোপা মাছ। পরে এটি বিক্রি করা হয়েছে ১০ লাখ টাকায়। মাছটির বায়ুথলি বা এয়ার ব্লাডারের কারণে এটি বেশি দামে বিক্রি করা গেছে বলে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়।

জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী ঘাটে মাছ ধরার ট্রলার নিয়ে ভেড়ানো হয়। এতে ওই কালো পোপা মাছটি ছাড়াও ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরাল ছিল। গত বুধবার সালেহ আহমেদের ট্রলারটি নিয়ে সাগরে যান ১০ শিকারি। গতকাল সকালে কালো পোপা মাছটি জালে ওঠে। এটি স্থানীয়ভাবে কালা পোয়া নামে পরিচিত। তাঁরা সঙ্গে সঙ্গে সালেহ আহমেদকে বিষয়টি জানান। তিনি তীরে চলে আসতে বলেন।

ট্রলার মালিক সালেহ আহমেদ বলেন, ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য তিনি ১৪ লাখ টাকা দাম হাঁকেন। কেজিপ্রতি ২৫ হাজার টাকা ধরে সাড়ে সাত লাখ টাকায় মাছটি কিনতে আগ্রহ দেখান স্থানীয় এক মাছ ব্যবসায়ী। তবে এই দামে মাছটি বিক্রি না করে কক্সবাজার ফিশারি ঘাটে নিয়ে যান। সেখানে মাছটি ১০ লাখ টাকায় কিনে নেন সুলতান আহমদ নামের এক মাছ ব্যবসায়ী।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ৩২ কেজি ওজনের বড় পোপা মাছটি ধরা পড়ার খবর তিনি শুনেছেন। বলেন, সাধারণত এত বড় পোপা মাছ ধরা পড়ে না। এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। পোপা মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডারের কারণে মাছটির দাম বেশি। এর বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত