Ajker Patrika

খেয়াঘাটে আবর্জনার ভাগাড়

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২: ৩৯
খেয়াঘাটে আবর্জনার ভাগাড়

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী নাজিরপুর বাজারের খেয়াঘাটে যে যার মতো ফেলছে বর্জ্য। এই বর্জ্য গড়িয়ে নদীর পানিতে মিশে দূষিত হচ্ছে নদীর পানি ও পরিবেশ। খেয়াঘাটটিকে দেখলে মনে হয় যেন ময়লার ভাগাড়।

নাজিরপুর উপজেলায় আসতে শ্রীরামকাঠী ইউনিয়নের যাতায়াতের জন্য এলাকাবাসীর সহায় এই কালিগঙ্গার নদীর খেয়া। খেয়াঘাটে ফেলা ময়লার দুর্গন্ধ এবং নদী দূষণের কারণে বিরক্ত এলাকাবাসী। এ ছাড়া নাজিরপুরের খাবার হোটেলের ব্যবহৃত পানি ও এই ঘাট থেকে নেওয়া হয়।

স্থানীয় লোকজন জানান, নাজিরপুরের মুরগির ব্যবসায়ীরা ও বাজারের ঝাড়ুদার বাজারের বিভিন্ন ময়লা-আবর্জনা এই ঘাটে ফেলে দেন। এ কারণে নদীর পানি দূষিত হয়ে পড়ছে। নদীতে বর্জ্য ও ময়লার স্তূপ থাকায় দুর্গন্ধে পানির কাছে যাওয়া যায় না। তাঁদের দাবি, ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি।

খেয়াঘাটের মাঝি শাওন ও ইমরান জানান, মানুষের সামনেই এ ময়লাগুলো ফেলা হয়। তাঁরা নিষেধ করলে উল্টো কথা শুনতে হয়। ময়লার দুর্গন্ধে নাজেহাল অবস্থায় আছি। খেয়া বন্ধ করে ঘাটে বসার কায়দা নাই ময়লার দুর্গন্ধে।

নাজিরপুর সদর বাজার কমিটির সভাপতি আরিফুর রহমান খান টুবুল বলেন, ‘বিষয়টি আমার নজরে পড়েছে। দ্রুত ব্যবস্থা নেব।’

ইউএনও শেখ আব্দুল্লাহ্ সাদীদ বলেন, ‘বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত