তানোর প্রতিনিধি
তানোর উপজেলায় অজ্ঞাত রোগে দেশি জাতের ও পোলট্রি মুরগির খামারে মড়ক দেখা দিয়েছে। প্রতিদিনই কোনো-না কোনো খামার ও বাসাবাড়িতে পালিত দেশি জাতের মুরগি মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে খামারি ও গৃহিণীরা দুশ্চিন্তায় পড়েছেন।
প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, ভাইরাসজনিত কারণে এসব মুরগি মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় নিবন্ধিত পাঁচ-সাতটি লেয়ার মুরগির খামার রয়েছে। ব্রয়লার মুরগির খামার আছে ২২০টির মতো। এর মধ্যে মুন্ডুমালা ও তানোর পৌরসভাসহ সাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত এক মাসে মুরগির খামারে দেখা দিয়েছে অজ্ঞাত রোগ। এতে কয়েকটি পোলট্রি খামারের অধিকাংশ মুরগি মারা গেছে।
মুন্ডুমালা পৌরশহরের পোলট্রি খামারি খালেক আলী বলেন, এক সপ্তাহের মধ্যে তাঁর খামারের ৪০ দিন বয়সের দেড় শতাধিক মুরগি অজ্ঞাত রোগে মারা গেছে। এতে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুই দিন ধরে শীত বাড়ায় খামারের মুরগি নিয়ে তিনি চিন্তায় আছেন।
মুরগির মড়ক নিয়ে পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের গৃহিণী খাদিজা বেগম, গোল্লাপাড়া সদরের হলদারপাড়ার আশরাফুল, চাপড়া গ্রামের সাহেদা বিবির সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাঁরা বলেন, সপ্তাহের ব্যবধানে তাঁদের বাসায় পালিত দেশি জাতের প্রায় ১৭টি মুরগি অজ্ঞাত রোগে মারা গেছে। শুধু তাঁদেরই নয়, বরং বিভিন্ন এলাকার অনেক পরিবারের বহু দেশি জাতের মুরগি মারা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘মুরগির মড়কের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। শুধু শীতজনিত কারণে মড়ক নয়। এ জন্য কিছু খামারির অসচেতনতাও দায়ী। তবে উপজেলার সব খামারির ডেটাবেইস তৈরি করা হয়েছে। প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদ অফিসের সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। খামারিদের বিভিন্নভাবে পরামর্শও দেওয়া হচ্ছে।’
এই প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, খামারিরা প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মোবাইল ফোনে দিনরাতের যেকোনো সময় যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
তানোর উপজেলায় অজ্ঞাত রোগে দেশি জাতের ও পোলট্রি মুরগির খামারে মড়ক দেখা দিয়েছে। প্রতিদিনই কোনো-না কোনো খামার ও বাসাবাড়িতে পালিত দেশি জাতের মুরগি মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে খামারি ও গৃহিণীরা দুশ্চিন্তায় পড়েছেন।
প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, ভাইরাসজনিত কারণে এসব মুরগি মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় নিবন্ধিত পাঁচ-সাতটি লেয়ার মুরগির খামার রয়েছে। ব্রয়লার মুরগির খামার আছে ২২০টির মতো। এর মধ্যে মুন্ডুমালা ও তানোর পৌরসভাসহ সাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত এক মাসে মুরগির খামারে দেখা দিয়েছে অজ্ঞাত রোগ। এতে কয়েকটি পোলট্রি খামারের অধিকাংশ মুরগি মারা গেছে।
মুন্ডুমালা পৌরশহরের পোলট্রি খামারি খালেক আলী বলেন, এক সপ্তাহের মধ্যে তাঁর খামারের ৪০ দিন বয়সের দেড় শতাধিক মুরগি অজ্ঞাত রোগে মারা গেছে। এতে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুই দিন ধরে শীত বাড়ায় খামারের মুরগি নিয়ে তিনি চিন্তায় আছেন।
মুরগির মড়ক নিয়ে পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের গৃহিণী খাদিজা বেগম, গোল্লাপাড়া সদরের হলদারপাড়ার আশরাফুল, চাপড়া গ্রামের সাহেদা বিবির সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাঁরা বলেন, সপ্তাহের ব্যবধানে তাঁদের বাসায় পালিত দেশি জাতের প্রায় ১৭টি মুরগি অজ্ঞাত রোগে মারা গেছে। শুধু তাঁদেরই নয়, বরং বিভিন্ন এলাকার অনেক পরিবারের বহু দেশি জাতের মুরগি মারা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘মুরগির মড়কের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। শুধু শীতজনিত কারণে মড়ক নয়। এ জন্য কিছু খামারির অসচেতনতাও দায়ী। তবে উপজেলার সব খামারির ডেটাবেইস তৈরি করা হয়েছে। প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদ অফিসের সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। খামারিদের বিভিন্নভাবে পরামর্শও দেওয়া হচ্ছে।’
এই প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, খামারিরা প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মোবাইল ফোনে দিনরাতের যেকোনো সময় যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫