Ajker Patrika

বৈশাখী মেলা উপলক্ষে ব্যস্ত আগৈলঝাড়ার মৃৎশিল্পীরা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১০: ৫১
Thumbnail image

সারা দেশের বিভিন্ন জায়গার মতো আগৈলঝাড়া উপজেলার শিল্পীরা এখন ব্যস্ত বৈশাখ ঘিরে। গ্রামীণ জনপদে বৈশাখ মাসের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম হলো মেলা। বৈশাখী মেলার বড় আকর্ষণ মাটির তৈরি খেলনা ও তৈজসপত্র। এ মাটির খেলনা ও তৈজসপত্র তৈরির জন্য এক মাস ধরে ব্যস্ত রয়েছেন বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা।

বাহারি ও হরেক নকশার ছোট-বড় খেলনা তৈরি করেছেন শিল্পীরা মেলায় বিক্রির জন্য। পয়লা বৈশাখ থেকে পুরো মাস থাকবে এসব পণ্যের চাহিদা। উপজেলার চাঁদশী, বুড়ির মেলাসহ বিভিন্ন স্থানে বৈশাখজুড়ে থাকবে মেলা।

উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের তরণী পাল, মহাদেব পাল, রানী পাল ও মায়া পাল জানান, তাঁরা প্রত্যেকেই মেলার জন্য মাটির তৈরি হাঁড়ি-পাতিল, পুতুল, হাতি, ঘোড়া, বানর, সিংহ, দোয়েল, কচ্ছপ, নৌকা, মাছ, হাঁস ইত্যাদি বানাচ্ছেন।

কুমারপাড়ায় চৈত্র মাসেই শুরু হয় মাটির খেলনা ও তৈজসপত্র তৈরির কাজ। বৈশাখজুড়ে বিভিন্ন মেলায় চলে বিক্রি। পালপাড়ার তারক পাল বলেন, ‘করোনাভাইরাসের কারণে গত দুই বছর কোনো মেলা হয়নি। তাই এবার বিভিন্ন স্থানে মেলা বসার খবর পেয়ে খুব ভালো লাগছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, ‘এই উপজেলার পাল সম্প্রদায়ের বেশকিছু পরিবার এখনো মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করছে। সরকার এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা উদ্যোগ নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত