Ajker Patrika

সনদের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১: ৪১
সনদের দাবিতে শিক্ষার্থীদের  অবরোধ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৫০ সাবেক শিক্ষার্থীকে এসএসসি পাশের সনদ দিচ্ছে না সাগরদিঘী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে সনদের দাবিতে বিদ্যালয়ের অফিসকক্ষ অবরোধ করে শিক্ষার্থী। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ দিক বিদ্যালয়ের বরখাস্ত সাবেক প্রধান শিক্ষক আবরোধকারী শিক্ষার্থীদের সনদ কর্তৃপক্ষের কাছে জমা দেননি বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রহমতউল্লাহ। গতকাল বেলা ১১টায় সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৫০ শিক্ষার্থী হইচই শুরু করে। ২০১৬ সালে তাঁরা এসএসসি পরীক্ষায় পাশ করেন। সনদ না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ। অবরোধ করা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারুক হোসেন বলেন, ‘আমরা প্রায় ১৫০ জন শিক্ষার্থী ২০১৬ সালে এসএসসি পাস করি। আজ পর্যন্ত আমরা মূল সনদপত্র পাইনি। বারবার চাইলেও দেওয়া হচ্ছে না। সনদপত্রের অভাবে আমরা চাকরির আবেদন করতে পারছি না।’

রফিকুল ইসলাম রনি বলেন, ‘মূল সনদ আমাদের খুব দরকার। সনদের অভাবে আমাদের চাকরি হচ্ছে না।’

সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রহমতউল্লাহ বলেন, ‘সাবেক প্রধান শিক্ষক হুমায়ুন খালিদ বরখাস্ত হওয়ার পর ওই সনদপত্র আমার কাছে দেননি। আমি ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর সনদের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। আগামী ১১ অক্টোবর এ ব্যাপারে পরিচালনা পরিষদের সভা ডেকেছি। সভায় এ ব্যাপারে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বরখাস্ত সাবেক প্রধান শিক্ষক হুমায়ুন খালিদ ভুঁইয়া বলেন, ‘আমি বরখাস্ত হওয়ার পর সব কাগজপত্র প্রতিষ্ঠানে জমা দিয়েছিলাম।’

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানতাম না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত