সম্পাদকীয়
সেলিম আল দীনের বাবা ঘুষের চাকরি করতেন কিন্তু ঘুষ খেতেন না। ফলে ছয় সন্তান নিয়ে সংসারটা চলত কায়ক্লেশে। তা নিয়ে মায়ের কোনো হা-হুতাশ ছিল না। হিসাবের মধ্যে চলতে হতো। ক্লাস সেভেন থেকে ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত সেলিম আল দীন ছিলেন গ্রামে। বাবার বদলির চাকরি, তাই সন্তানদের পড়াশোনার কথা ভেবে পরিবারকে গ্রামেই রেখে যান।
ক্লাস এইট-নাইনে উঠে রবীন্দ্রনাথের লেখা কিছুটা বুঝতে শুরু করলেন সেলিম আল দীন। রবীন্দ্রনাথ পড়তে গিয়েই বুঝলেন, যেন এক মহাসমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়েছেন। সে বয়সেই গোরা, চার অধ্যায়, ঘরে-বাইরে পড়ে ফেলেছেন। সোনারতরী বইটির অর্ধেকটাই মুখস্থ হয়ে গেছে। ক্লাস এইটে অভিধান ঘেঁটে মাইকেলের মেঘনাদ বধ কাব্য পড়া শেষ!
সে সময় তাঁদের গ্রামটিতে হিন্দু, বৈষ্ণব আর মুসলমানরা বাস করত। ফলে অসাম্প্রদায়িক হয়ে উঠতে পেরেছেন নিজেরই অজ্ঞাতে। মিক্সড কালচার বা যৌথ সংস্কৃতি না থাকলে সমাজ বেড়ে উঠতে পারে না। সে সময় কখনো শোনেননি নাটক করা বা গান করা হারাম। কখনোই হিন্দু-মুসলমানদের ভাগ করে ভাবতে শেখেননি।
বিশ্ববিদ্যালয়ে এসে বুঝলেন চেখভ, দস্তয়েভ্স্কি, তলস্তয়, সার্ত্র, শেক্সপিয়ার পড়তে হবে। ডুবে গেলেন তাতে। কিন্তু মজার ব্যাপার, সবচেয়ে কম পড়েছেন নাটক বা নাটক-সংক্রান্ত বই!
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ম্যাগাজিনে ছাপা হলো তাঁর লেখা একটি নাটক। ১৯৭০ সালে টেলিভিশনের জন্য লিখলেন প্রথম নাটক ‘ঘুম নেই’।
সেই নাটকের চেক নিতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন। ১৮-১৯ বছর বয়সের একটি ছেলে নাটক লিখে চেক পাচ্ছে! দাড়ি-গোঁফও গজায়নি ঠিকমতো! ডিআইটির কর্মকর্তারা সন্দেহ করলেন, এই ছেলেটিই সত্যিকার নাট্যকার নাকি!
উদ্ধার করলেন আতিকুল হক চৌধুরী আর আবদুল্লাহ আল-মামুন। মামুনই প্রশ্ন করলেন, ‘তুমি কী কী পড়েছ?’
সেলিম বললেন, ‘চেখভ, আন্যুই, সার্ত্র…’।
আতিকুল হক চৌধুরী বললেন, ‘না, এটা ফলস লোক না, জেনুইন।’
চেকটি ছিল ৪৫০ টাকার!
সূত্র: আলাপনে সেলিম আল দীন, থিয়েটারওয়ালা
সেলিম আল দীনের বাবা ঘুষের চাকরি করতেন কিন্তু ঘুষ খেতেন না। ফলে ছয় সন্তান নিয়ে সংসারটা চলত কায়ক্লেশে। তা নিয়ে মায়ের কোনো হা-হুতাশ ছিল না। হিসাবের মধ্যে চলতে হতো। ক্লাস সেভেন থেকে ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত সেলিম আল দীন ছিলেন গ্রামে। বাবার বদলির চাকরি, তাই সন্তানদের পড়াশোনার কথা ভেবে পরিবারকে গ্রামেই রেখে যান।
ক্লাস এইট-নাইনে উঠে রবীন্দ্রনাথের লেখা কিছুটা বুঝতে শুরু করলেন সেলিম আল দীন। রবীন্দ্রনাথ পড়তে গিয়েই বুঝলেন, যেন এক মহাসমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়েছেন। সে বয়সেই গোরা, চার অধ্যায়, ঘরে-বাইরে পড়ে ফেলেছেন। সোনারতরী বইটির অর্ধেকটাই মুখস্থ হয়ে গেছে। ক্লাস এইটে অভিধান ঘেঁটে মাইকেলের মেঘনাদ বধ কাব্য পড়া শেষ!
সে সময় তাঁদের গ্রামটিতে হিন্দু, বৈষ্ণব আর মুসলমানরা বাস করত। ফলে অসাম্প্রদায়িক হয়ে উঠতে পেরেছেন নিজেরই অজ্ঞাতে। মিক্সড কালচার বা যৌথ সংস্কৃতি না থাকলে সমাজ বেড়ে উঠতে পারে না। সে সময় কখনো শোনেননি নাটক করা বা গান করা হারাম। কখনোই হিন্দু-মুসলমানদের ভাগ করে ভাবতে শেখেননি।
বিশ্ববিদ্যালয়ে এসে বুঝলেন চেখভ, দস্তয়েভ্স্কি, তলস্তয়, সার্ত্র, শেক্সপিয়ার পড়তে হবে। ডুবে গেলেন তাতে। কিন্তু মজার ব্যাপার, সবচেয়ে কম পড়েছেন নাটক বা নাটক-সংক্রান্ত বই!
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ম্যাগাজিনে ছাপা হলো তাঁর লেখা একটি নাটক। ১৯৭০ সালে টেলিভিশনের জন্য লিখলেন প্রথম নাটক ‘ঘুম নেই’।
সেই নাটকের চেক নিতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন। ১৮-১৯ বছর বয়সের একটি ছেলে নাটক লিখে চেক পাচ্ছে! দাড়ি-গোঁফও গজায়নি ঠিকমতো! ডিআইটির কর্মকর্তারা সন্দেহ করলেন, এই ছেলেটিই সত্যিকার নাট্যকার নাকি!
উদ্ধার করলেন আতিকুল হক চৌধুরী আর আবদুল্লাহ আল-মামুন। মামুনই প্রশ্ন করলেন, ‘তুমি কী কী পড়েছ?’
সেলিম বললেন, ‘চেখভ, আন্যুই, সার্ত্র…’।
আতিকুল হক চৌধুরী বললেন, ‘না, এটা ফলস লোক না, জেনুইন।’
চেকটি ছিল ৪৫০ টাকার!
সূত্র: আলাপনে সেলিম আল দীন, থিয়েটারওয়ালা
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫