Ajker Patrika

ওষুধের দোকানিই দিতেন ব্যবস্থাপত্র

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩: ৫৩
ওষুধের দোকানিই দিতেন ব্যবস্থাপত্র

ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে একটি ওষুধের দোকান ও হাড় ভাঙা চিকিৎসালয়কে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা নেতৃত্ব দেন।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া, উপজেলা স্যানিটারি পরিদর্শক পারভীন সুলতানা ও থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজারে মা মেডিকেল হলের স্বত্বাধিকারী এম এ হাশেম (৩৭) চিকিৎসক না হয়েও রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। অভিযানে তাঁর কাছে একাধিক ব্যবস্থাপত্র পাওয়া গেছে। এ সময় বিএমডিসি আইন অনুযায়ী এম এ হাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া টাটেরা বাজারে টাটেরা হাড় ভাঙা চিকিৎসালয়ে অনুমোদনহীন ভাবে এক্স-রে মেশিন চালানো, মেডিকেল টেকনোলজিস্ট না হয়েও মেডিকেল টেকনোলজিস্ট পরিচয় দেওয়া, এক্স-রে কক্ষের জন্য প্রয়োজনীয় সতর্কতা পদক্ষেপ না নেওয়ার কারণে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. কামাল উদ্দিন ভূঁইয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত এই চিকিৎসালয়ে এক্স-রে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।

এ ধরনের অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সোহেল রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত