Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
Thumbnail image

কারাগার পার্ট ২ (বাংলা সিরিজ)
অভিনয়: চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার
দেখা যাবে: হইচই
গল্প সংক্ষেপ: কারাগার পার্ট ওয়ান’-এ রহস্য ঘনাচ্ছিল। ১৪৫ নম্বর সেলের কয়েদি আসলে কে? সে কি সত্যিই বোবা? কী করে এল জেলের ভেতর? সে কি সত্যিই ২৫০ বছর ধরে বেঁচে রয়েছে? জেলার মোস্তাকের ছেলের গল্পটাই-বা কী? মাহার বাবা কে? নানা প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকের মনে। এবার সেই প্রশ্নের উত্তরগুলো মিলছে।

একেন বাবু এবার কলকাতায় (বাংলা সিরিজ)
অভিনয়: অনির্বাণ চক্রবর্তী
দেখা যাবে: হইচই
গল্প সংক্ষেপ: একেন্দ্র সেন ওরফে একেন ফিরছে নিজের শহর কলকাতায়। আর সেখানে না চাইতেও একটি সিরিয়াল কিলিংয়ের কেসে জড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় আরও এক রহস্যের পেছনে ছোটা। এবারের সিরিজে ধরা পড়বে একেন বাবুর প্রখর ষষ্ঠ ইন্দ্রিয়, সেই সঙ্গে খাবারের প্রতি তার অগাধ ভালোবাসার বিষয়টি।

দ্য টিচার (মালয়ালম সিনেমা)
অভিনয়: অমলা পল, হাকিম শাহ
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: একটি বেসরকারি স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা দেবিকা। বার্ষিক জেলা স্কুল স্পোর্টস মিটের শেষ দিনে তার সঙ্গে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু সেই ঘটনা মনে করতে সমস্যা হয় তার। যখন তার মনে পড়ে, সে অপরাধীদের ওপর প্রতিশোধ নিতে এবং তাদের একটি শিক্ষা দিতে নেমে পড়ে।

সাড়িয়ান্ত্র (হিন্দি সিনেমা)
অভিনয়: হিনা খান, চন্দন রায় সান্যাল
দেখা যাবে: জি ফাইভ
গল্প সংক্ষেপ: প্রতিপত্তির লোভে স্ত্রী নাতাশাকে খুনের পরিকল্পনা করে রোহান। সুচারু পরিকল্পনায় ঘটানো খুনের রহস্য উদ্‌ঘাটনে নামে তদন্তকারী কর্মকর্তা মোহন খান্না। কিন্তু আসলেই কি খুন হয়েছিল নাতাশা? নাকি পুরোটাই এক দুঃস্বপ্ন?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত