Ajker Patrika

সিল মারা ৫২৭ ব্যালট পেপার জব্দ

মধুপুর প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
সিল মারা ৫২৭ ব্যালট পেপার জব্দ

দেলদুয়ারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৯ দিন পর ভোট কেন্দ্রের ছাদে পাওয়া সিল মারা সেই ৫২৭টি ব্যালট নির্বাচন কার্যালয়ে জব্দ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাচন অফিসে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সাক্ষাৎকার নেন নির্বাচন কমিশন কর্তৃক গঠিত এক সদস্যের তদন্ত কমিটি। এ সময় এই কমিটির প্রধান ময়মনসিংহ-২ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ব্যালট পেপার জব্দ করেন।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ডুবাইল ইউপির ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য বিউটি আক্তারের তালগাছ প্রতীকে সিল মারা ৫২৭ ব্যালট পেপার ৯ দিন ভোট কেন্দ্রের ছাদে পাওয়া যায়।

তদন্ত কমিটির প্রধান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, সিল মারা ৫২৭ ব্যালট পেপার উপজেলা নির্বাচন অফিসে নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত