Ajker Patrika

মানববন্ধনে নিরাপদ সড়কের দাবি

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৪
মানববন্ধনে নিরাপদ সড়কের  দাবি

সারা দেশের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস চালু এবং নিরাপদ সড়কের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার গৌরীপুরে নিরাপদ সড়ক ও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ, উপজেলা ছাত্র ইউনিয়ন ও শিক্ষার্থী এবং অভিভাবকদের যৌথ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, উপজেলা সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

বক্তারা দাবি জানান, শিক্ষার্থীদের জন্য সারা দেশের গণ-পরিবহনে হাফ পাস করতে সংসদে আইন পাস করতে হবে ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত