Ajker Patrika

‘প্রশাসন সিট দেয় আর ছাত্রলীগ নামিয়ে দেয়’

ফারুক ছিদ্দিক, ঢাবি 
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯: ২৫
‘প্রশাসন সিট দেয় আর ছাত্রলীগ নামিয়ে দেয়’

নির্দিষ্ট ফি জমা দিয়ে বৈধভাবে হলে সিট বরাদ্দ পান আবাসিক শিক্ষার্থীরা। কিন্তু বরাদ্দ পাওয়া ওই সিটে উঠতে গেলে ছাত্রলীগ নেতাদের হুমকি এবং হলের সিট থেকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজয় একাত্তর হলের দ্বিতীয় বর্ষের একাধিক শিক্ষার্থী বলেন, `আমাদের সিনিয়র পদপ্রত্যাশীরা যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে কাজ করি। এখানে আমাদের কিছুই করার থাকে না। প্রশাসন সিট দিলেও ছাত্রলীগ নামিয়ে দেয়।’

অভিযোগ নিয়ে জানতে চাইলে বিজয় একাত্তর হল সংসদের সদ্য সাবেক ভিপি ও হল ছাত্রলীগের পদপ্রত্যাশী সজিবুর রহমান সজিব বলেন, ‘আমরা চাচ্ছি গণরুম না থাকুক। এক সময়ের অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষ আমরা ক্রীড়াকক্ষ হিসেবে ফিরে পেতে চাই। এ লক্ষ্যে আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেছি। আমরা নিজেরা শিক্ষার্থীদের নির্দিষ্ট সিটে তুলে দিচ্ছি। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলের সবাইকে চেনে না এবং অনেক রুমে যাদের সদ্য মাস্টার্স শেষ হয়েছে বা অন্য কোনো কারণে এক্সকিউজ দেখাচ্ছে, তাদের মানবিক কারণে আমরা হল থেকে বের হয়ে যেতে বলতে পারছি না। এ কারণে হয়তো সিট বরাদ্দ পাওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীরা উঠতে পারছে না।’ তবে শিগগির এ সংকট কেটে যাবে বলে উল্লেখ করেন এ ছাত্রনেতা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, সিট থেকে নামিয়ে দেওয়ার কোনো মৌখিক বা লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। আমাদের কাছে অভিযোগ এলে ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত