Ajker Patrika

শহীদ মিনারের পাশে ডাস্টবিন

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৫
শহীদ মিনারের পাশে ডাস্টবিন

নীলফামারীর সৈয়দপুরে রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার পাশে ময়লার ডাস্টবিন নির্মাণ করা হয়েছে। এতে শহীদ মিনার চত্বরটি আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পরিচর্যা আর দেখভালের অভাবে অযত্নে রয়েছে শহীদ মিনার চত্বরটি। অন্যদিকে শিক্ষক-শিক্ষার্থীরা জানান, আবর্জনার দুর্গন্ধে তাঁদের বিদ্যালয়ে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে।

জানা যায়, ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে ২০১৮ সালে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। প্রতিবছর শহীদ দিবসে শিক্ষার্থীরা এ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারটি নির্মাণের শুরু থেকেই বাধার সম্মুখীন হতে হয়। এখন আবর্জনা ফেলে এর পরিবেশ নষ্ট করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারটির পাশের ডাস্টবিন উপচে ময়লা–আবর্জনা ছড়িয়ে আছে পুরো শহীদ মিনার চত্বর। দেখে বোঝার উপায় নেই এটি শহীদ মিনার নাকি ময়লার ভাগাড়। শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা নাক চেপে চলাচল করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম জানান, শিক্ষা বিভাগ ও পৌরসভায় লিখিতভাবে আবেদন করার পরও ডাস্টবিনটি আজ অবধি অপসারণ করা হয়নি।

স্থানীয় ওয়ার্ডে কাউন্সিলর ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দায়িত্ব নেওয়ার বেশি দিন হয়নি। বিষয়টি মেয়রকে জানানোর পর তিনি সরেজমিনে দেখে এটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। কিন্তু জায়গা না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত