ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ২৮
Thumbnail image

করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজন মারা গেছেন। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্য জানিয়েছে, লন্ডনে করোনায় আক্রান্তদের ৪০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। করোনার এ ধরন রুখতে সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন বরিস জনসন। গত রোববার যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ৫ কোটি ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

করোনার নতুন ধরন ওমিক্রন ডেলটার চেয়ে বেশি সংক্রামক। এ ধরন টিকার কার্যকারিতা কমাতে সক্ষম। গত রোববার এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, তাদের কাছে থাকা প্রাথমিক তথ্যমতে ওমিক্রনে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতার ঝুঁকি অনেকটাই কম। দেখা যায় মৃদু উপসর্গ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইতিমধ্যেই ৬৩ দেশে এ ধরন পাওয়া গেছে।

ইউরোপের বিজ্ঞানীরা বলছেন, আগামী সপ্তাহে ইউরোপের কয়েকটি দেশে ডেলটাকে ছাড়িয়ে যাবে নতুন ধরন ওমিক্রন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত