Ajker Patrika

আওয়ামী লীগের ৩ সাংগঠনিক টিম গঠন

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০২: ২০
আওয়ামী লীগের ৩ সাংগঠনিক টিম গঠন

সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বনাথ উপজেলার সাত ইউনিয়নে সাংগঠনিক টিম গঠন করেছে আওয়ামী লীগ। সম্প্রতি সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় ওই ইউনিয়নগুলোর জন্য তিনটি টিম গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সাংগঠনিক টিম-১ এর (দশঘর, রামপাশা ও লামাকাজী ইউনিয়ন) দায়িত্বপ্রাপ্তদের মধ্য রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহদপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য শেখ মো. আজাদ, রফিক হাসান, নিজাম উদ্দিন।

টিম-২ এর (দেওকলস, খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়ন) দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সদস্য তপন দাশ, আবদুল জলিল জালাল, আশিক আলী।

সাংগঠনিক টিম-৩ এর (দৌলতপুর) দায়িত্বপ্রাপ্তরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য কবির আহমদ কুব্বার, আজিজুর রহমান, রফিক হাসান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত