Ajker Patrika

পত্রিকা এজেন্সির ব্যবস্থাপককে মারধর

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ০০
পত্রিকা এজেন্সির ব্যবস্থাপককে মারধর

বড়লেখা উপজেলা পত্রিকা এজেন্সির কর্মকর্তা (ব্যবস্থাপক) সজল চন্দ্র দেবনাথকে (৩৫) তুলে নিয়ে নির্যাতনের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকেরা তাঁর ওপর নির্যাতন চালায়। নির্যাতনে সেই দৃশ্য ধরা পড়ে ঘটনাস্থলের কয়েকটি সিসি ক্যামেরায়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার এজেন্সি সংলগ্ন এক পত্রিকা ক্রেতার মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কাটাকাটি হয়। এ সময় সজল বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। এর জেরে পত্রিকার এজেন্সির পাশ থেকে সজলকে তুলে নিয়ে যান। এ সময় তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালায় উপজেলা মধ্যবাজার স্ট্যান্ডের কয়েকজন অটোরিকশা শ্রমিকেরা। আহত সজল দেব নাথকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই সজল থানায় লিখিত অভিযোগ করেন। তিনি উপজেলার সদর ইউপির পূর্ব হাটবন্দ এলাকার সুধির চন্দ্র নাথের ছেলে।

এদিকে সজলকে তুলে নিয়ে নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে বড়লেখা পৌরশহরের রেলস্টেশন রোড এলাকার কয়েকটি সিসি ক্যামেরায়। ক্যামেরায় দেখা গেছে, প্রায় অর্ধশতাধিক অটোরিকশা শ্রমিক দৌড়ে পৌরশহরের রেলস্টেশন রোড এলাকার দিকে যান। সেখান থেকে তাঁরা সজলকে ধরে কিল-ঘুষি, চড় ও লাথি মারতে থাকেন। সজলকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা অবিলম্বে জড়িত অটোরিকশা শ্রমিকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ কয়েকজন অটোরিকশা শ্রমিক সজলকে তুলে নিয়ে যান। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালাগাল করেন। সেই সঙ্গে মারধরও করতে থাকেন। প্রথমে ভয়ে আমরা তাঁকে বাঁচানোর সাহস করিনি। পরে কয়েকজন ব্যবসায়ী তাঁদের কাছ থেকে সজলকে রক্ষা করেন।

বড়লেখা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া শুক্রবার বিকেলে বলেন, ‘এ ঘটনা শোনার পর আমরা আহত পত্রিকা এজেন্সির কর্মকর্তাকে হাসপাতালে গিয়ে দেখেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত