Ajker Patrika

সরিষায় লাভের আশা কৃষকের

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ১৯
সরিষায় লাভের আশা কৃষকের

নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও সারের সরবরাহ ভালো থাকায় এবার সরিষা চাষে লাভের আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে ১ হাজার ৭৩০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার চাষ হয়েছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর জমিতে। এবার ১০ হাজার ২৯০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে। সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে চাষিদের। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ আবার কীটনাশক স্প্রে করছেন।

কথা হলে ভবানীপুর গ্রামের কৃষক আজাদ সরদার বলেন, ‘এ বছর পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। কৃষি অফিস থেকে কিছু বীজ পেয়েছিলাম, কিছুটা নিজে কিনেছি। গাছে ফুল এসেছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবার বাম্পার ফলন পাওয়ার আশা করছি।’

শাহাগোলা গ্রামের চাষি মনিরুল ইসলাম জানান, কোনো প্রকার দুর্যোগ ও রোগবালাই না থাকায় এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, বিগত বছরের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ জমিতে এবার সরিষা চাষ হয়েছে। সঠিক সময়ে জমি চাষ যোগ্য হওয়ায় এলাকার কৃষকেরা সুযোগ বুঝে সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রকার ক্ষতি না হলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষা ঘরে তুলে ওই জমিতে ইরি-বোরো চাষ করতে পারবেন কৃষকেরা। এতে করে আরও বেশি লাভবান হবেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত