Ajker Patrika

প্রচণ্ড গরমে অতিষ্ঠ মোংলার মানুষ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৩: ৩৭
প্রচণ্ড গরমে অতিষ্ঠ মোংলার মানুষ

চার মাস ধরে বৃষ্টির দেখা নেই বাগেরহাটের মোংলায়। প্রচণ্ড গরমে পুড়ছে উপকূলীয় এই উপজেলা। প্রতিদিন গড়ে ৩৭ ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করছে। তীব্র গরমে অতিষ্ঠ এখানকার জনজীবন। গরমে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

গতকাল মঙ্গলবার দুপুরে মোংলা পৌর এলাকায় দেখা যায়, প্রচণ্ড গরমে মোংলার রাস্তাঘাটে লোকজন অন্যান্য সময়ের তুলনায় অনেক কম। বন্দর ও পৌর শহরের দোকানপাট ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা। খুব বেশি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না।

শহরের মাদ্রাসা রোড ও রিজেকশন গলির দিনমজুরদেরও কাজে দেখা যাচ্ছে না। শ্রমিক কায়কোবাদ, আল-আমীন ও শাহ আলম বলেন, তাঁরা দিন আনেন দিন খান। কিন্তু প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন। রোজা থেকে কাজ করা যাচ্ছে না। আবার কাজ না করলে সংসার চলবে কী করে তা বুঝতে পারছেন না।

এদিকে দাবদাহের প্রভাব মানুষের পাশাপাশি পড়েছে প্রাণীকুলের ওপরও। চরম ঝুঁকিতে রয়েছে এখানকার বেশির ভাগ মানুষের আয়ের উৎস বাগদা চিংড়ি চাষ। চাঁদপাই গ্রামের ঘের মালিক সত্তার ইজারদার ও মিঠাখালী গ্রামের আবুল হোসেন বলেন, কয়েক দিনের গরমে চিংড়ি ঘেরের পানি শুকিয়ে যাচ্ছে। যেখানে মাছ থাকার জন্য তিন ফুট পানি প্রয়োজন, সেখানে আছে মাত্র এক থেকে দেড় ফুট। কিছু কিছু ঘেরের মাছ মারাও যাচ্ছে। তাঁরা প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছেন।

উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমে অক্সিজেনের ঘাটতির কারণে চিংড়ি মাছ মরে ভেসে উঠে। এর থেকে পরিত্রাণ পেতে পুকুর ও মাছের ঘেরে গাছের ডাল পুঁতে রাখতে হবে। যাতে অক্সিজেন তৈরি হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শেখ সিরাজুল ইসলাম বলেন, এ গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র তাপ প্রবাহে শিশু, বৃদ্ধ ও রোজাদারদের খুব জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত