Ajker Patrika

স্বজনের সঙ্গে লড়াই বিপাকে আত্মীয়রা

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ১৫
স্বজনের সঙ্গে লড়াই বিপাকে আত্মীয়রা

কাউনিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজা, ভাইয়ের সঙ্গে ভাই আর দুলাভাই-শ্যালক নেমেছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনে সম্পর্কের লড়াইয়ে অস্বস্তিতে পড়েছেন আত্মীয়স্বজন ও সাধারণ ভোটারেরা।

জানা গেছে, হারাগাছ ইউপিতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহফুজার রহমান বসুনিয়া এবং ভাতিজা ওই ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মোজাহিদুর রহমান বসুনিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহফুজার রহমান দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন ইয়াছিন আলী বাবু। মোজাহিদুর রহমান বসুনিয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা এবং ভাতিজা মোজাহিদুর রহমান বসুনিয়া ঘোড়া প্রতীক নিয়ে নেমেছেন ভোট যুদ্ধে। একই পরিবারে দুজন এবং একজন দলীয় প্রার্থী হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল কর্মী ও সমর্থকেরা।

অপরদিকে সারাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফুল ইসলাম নির্বাচন করছেন নৌকা প্রতীক নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন তারই ফুপাতো ভাই বিএনপির স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বালাপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী নির্বাচন করছেন নৌকা প্রতীক নিয়ে। তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন তাঁরই শ্যালক উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সরকার আবু ফেরদৌস মো. মোহসীন। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মো. নুরুল হক চশমা প্রতীক ও ঘোড়া প্রতীক নিয়ে সাবেক যুবলীগ নেতা ইউসুফ আলী নির্বাচনের মাঠে নেমেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত