Ajker Patrika

স্বপ্নপূরণের গল্পে তাঁরা

স্বপ্নপূরণের গল্পে তাঁরা

এক নারীর সমুদ্র দেখার গল্প নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ১৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ট্রেলার। সেখানে দেখা গেল, নানির কাছে কক্সবাজারের গল্প শুনে সমুদ্র দেখার স্বপ্ন জাগে মেহজাবীনের। অনেকবার সমুদ্র দেখার বায়না করলেও মেয়ে বলে পরিবার থেকে অনুমতি পায় না সে। আফরান নিশোর সঙ্গে বিয়ের পর সে জানায়, তাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় তাদের অর্থনৈতিক সমস্যা। টাকা জমানোর পরিকল্পনা করলেও আসতে থাকে একের পর এক বাধা। সেই গল্পই দেখা যাবে এই ওয়েব ফিল্মে!

ওয়েব ফিল্ম বলা হলেও নীল জলের কাব্য নির্মাণ হয়েছিল টেলিছবি হিসেবে। সেটি আরও দুই বছর আগে। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘যখন শুটিং শুরু করেছিলাম, তখন ওটিটি মাধ্যম দেশে অত জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই পরবর্তী সময়ে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত