Ajker Patrika

আফরিনকে খুঁজে ক্লাসে নিলেন শিক্ষকেরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২: ৩৮
আফরিনকে খুঁজে ক্লাসে নিলেন শিক্ষকেরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষকের আন্তরিকতায় আবারও শ্রেণিকক্ষে ফিরেছে বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া আফরিন (১০)। গতকাল শনিবার তাঁর বিদ্যালয়ে ফিরে আসায় সহপাঠীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকেরাও তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশিদ আলম বলেন, ‘করোনার দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর চালু হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রথম দিন অনুপস্থিত ছিল ফারিয়া আফরিন। টানা কয়েক দিন তার অনুপস্থিতি ভাবিয়ে তুলে শ্রেণিশিক্ষক আবু সুফিয়ানকে। তিনি বিষয়টি আমাকে জানালে আফরিনের বাবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কোনো খবর না পেয়ে নতুন পাড়া এলাকার তাঁদের বাড়ির ঠিকানায় ছুটে যাই। তবে সেখানে গেলেও তাঁরা অন্যত্র চলে যাওয়ায় আফরিনের খোঁজ মেলেনি।’

সর্বশেষ স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ও চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা জাহেদা আক্তারের সহায়তায় ঠিকানা বের করেন। গতকাল শনিবার সকালে নড়ালিয়ার সোনালি পাড়ায় ভাড়া বাসায় গিয়ে অভিভাবকদের বুঝিয়ে আফরিনকে আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনেন তাঁরা।

দীর্ঘদিন পর মেয়ে আবার বিদ্যালয়ে ফেরার আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন তাঁর বাবা মোহাম্মদ জাবেদ ও মা সুফিয়া বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত