Ajker Patrika

পিয়ন ছাড়া কেউ নেই অপেক্ষায় সেবাপ্রার্থী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩: ৫৬
পিয়ন ছাড়া কেউ নেই  অপেক্ষায় সেবাপ্রার্থী

পিয়ন ছাড়া কেউ নেই  অপেক্ষায় সেবাপ্রার্থীজামালপুরের বকশীগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক ছাড়া নেই কেউ। চারজন কর্মকর্তা-কর্মচারীর তিনজনই একই সময়ে অফিসের বাইরে। এতে ব্যাহত হচ্ছে অফিসের কার্যক্রম। ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা গ্রাহকেরা।

গত সোমবার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে দেখা গেছে, অফিস সহায়ক ইমাম হোসেন ছাড়া কেউ নেই সেখানে। পাশের একটি বেঞ্চে বসে আছেন সেবা নিতে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসরাইল হোসেন। কেন এসেছেন জানতে চাইলে ইসরাইল হোসেন বলেন, ‘গত সোমবার আমার পেনশন পাওয়ার কথা। কিন্তু পাইনি। বিষয়টি নিয়ে জানার জন্য এসেছি। কিন্তু অফিসে এসে দেখি, কোনো লোক নেই। শুধু তা-ই নয়, আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।’

হাসপাতালের অবসরপ্রাপ্ত আয়া আনোয়ারা বলেন, ‘আমার পেনশন বই দেখে বিলটা করে দেওয়ার কথা। আমি এর জন্য কয়েক মাস ধরে ঘুরতেছি, কিন্তু কাজ করে দিচ্ছে না।’

অফিস সহায়ক মো. ইমাম হোসেন জানান, স্যাররা জামালপুর গেছেন। উপজেলা হিসাবরক্ষকের কার্যালয়ের অফিস সুপার মো. ইদ্রিস আলী মোবাইল ফোনে বলেন, ‘অফিসের কম্পিউটার কিনতে জামালপুরে এসেছি।’ জুনিয়র অডিটর মো. মোবারক হোসেন জানান, অফিসের কেনাকাটার কাজে তিনিও জামালপুরে গেছেন।

এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘আমি ইসলামপুরে অতিরিক্ত দায়িত্বে আছি। আজ বকশীগঞ্জ অফিসের কেনাকাটার কাজের জন্য জামালপুরে এসেছি। আমার সঙ্গে দুজন স্টাফও রয়েছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা বলেন, অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত