Ajker Patrika

সংঘর্ষ থামাতে গিয়ে মারা গেলেন ইউপি সদস্য

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ১১: ৩০
সংঘর্ষ থামাতে গিয়ে মারা গেলেন ইউপি সদস্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারি থামাতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. শাহ আলম (৬২) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর পাবর্তী ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর নবনির্মিত কাঠের সেতু এলাকায় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। তিনি উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ছোট ফেনী নদীর কাঠের সেতু এলাকায় স্থানীয় যুবক মানিক পথে বিভিন্ন মেয়েদের ছবি তুলছিল। তা দেখে বাধা দেন শাহ আলমের ছেলে শাহীন (২৪)। একপর্যায়ে তাঁদের মধ্যে

বাগ্‌বিতণ্ডা হয়। এরপর মানিকের জ্যাঠাতো ভাই ফাহাদ (৩২) দলবল নিয়ে শাহ আলমের ছেলে শাহীনসহ কয়েকজনের ওপর হামলা চালান। এ সময় শাহীনের বন্ধুরা একত্র হয়ে ফাহাদ ও তাঁর দলবলকে ধাওয়া করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ফাহাদের পক্ষের কয়েকজন শাহ আলমকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং তখন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার কথা জানালে সিএনজিযোগে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জানাজা শেষে শাহ আলমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত