Ajker Patrika

পরীক্ষায় অনীহা, ঘরে ঘরে জ্বর কাশির রোগী

কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম) 
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১: ৩৭
পরীক্ষায় অনীহা, ঘরে ঘরে জ্বর কাশির রোগী

চট্টগ্রামের পটিয়ায় হঠাৎ বেড়ে গেছে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় প্রতিটি ঘরেই এখন এসব রোগী রয়েছে। তবে করোনা সন্দেহে কেউ পরীক্ষা করাতে চাইছে না।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, এখন সর্দি, কাশি ও জ্বর দেখা দিলে অবহেলা করা যাবে না। পরীক্ষা করাতে হবে। নিজে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, চিকিৎসকের কাছে না গিয়ে জ্বরে আক্রান্ত রোগীদের বেশির ভাগই বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছে। তাদের করোনার উপসর্গ থাকলেও পরীক্ষা করাতে নারাজ। খুবই কম মানুষ করোনার পরীক্ষা করাচ্ছে।

একাধিক রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক বিড়ম্বনাসহ নমুনা পরীক্ষায় জটিলতার কারণে জ্বর-সর্দিতে আক্রান্ত হলেও করোনা পরীক্ষায় তাদের অনীহা রয়েছে।

পটিয়া পৌর সদরের গৃহিণী নারগিস আকতার বলেন, ‘কয়েক দিন ধরে পরিবারের সবাই জ্বর ও কাশিতে ভুগছেন। একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে মোটামুটি সবাই এখন সুস্থ আছেন। তবে আমার স্বামীর করোনা পজিটিভ এসেছে দুই দিন আগে। চিকিৎসকের পরামর্শে ছেলে-মেয়ে ও আমি করোনা পরীক্ষা করিয়েছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরীক্ষায় আমার আর মেয়ের করোনা শনাক্ত হয়নি। তবে আমার ১৪ বছর বয়সী ছেলের পজিটিভ এসেছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব দে বলেন, এখন জ্বর ভাইরাস, ব্যাকটেরিয়া, করোনাসহ নানা কারণে হতে পারে। এখন আগের মতো উচ্চমাত্রার জ্বর থাকছে না। তবে নাক বন্ধ, অল্প জ্বর ও সর্দির সঙ্গে কাশি হচ্ছে। এসব জ্বরে করোনার মৃদু উপসর্গ থাকতে পারে। কারণ, যারা করোনা পরীক্ষা করেছে, তাদের বেশির ভাগই পজিটিভ আসছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে বাইরে বের হতে বলেন এই চিকিৎসক।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ বলেন, বেশির ভাগ নমুনা পরীক্ষায় করোনার পজিটিভ আসছে। তাই জ্বর হলেই প্রথমে চিকিৎসককে দেখাতে হবে। চিকিৎসকই জ্বরের উপসর্গ দেখে সিদ্ধান্ত নেবেন, করোনা পরীক্ষা করতে হবে কি না। তবে জ্বর হলে সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবারের অন্য সদস্যদের সংস্পর্শ আসা যাবে না।

সব্যসাচী নাথ জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর তাদের কাছে আসা বেশির ভাগ রোগীকে মারাত্মক দুর্বল দেখা যাচ্ছে। আবার জ্বর নিয়েও অনেকে বাজারঘাটসহ জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এ নিয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে পটিয়াবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত