শরীয়তপুর প্রতিনিধি
পাঁচ বছর ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ। নতুন করে নির্মাণের উদ্যোগ নিলে পদ্মার ভাঙনের কারণে তাও বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার মানুষ।
দুই উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার নামে একটি উড়াল সেতু। এটি পদ্মা নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হবে।
গত রোববার রাতে শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম উড়াল সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।
এলজিইডি সূত্রে জানা যায়, নড়িয়া-জাজিরা সড়কে যানবাহন চলাচলের জন্য ২০০০ সালে নড়িয়া উপজেলা সদরে কীর্তিনাশা নদীর ওপর ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৬ সালে সেতুটির দুটি পিয়ার ও পূর্ব প্রান্তের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ২০১৭ সালে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ১৪৫ মিটার সেতু নির্মাণের জন্য নাভানা কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এলজিইডি। প্রতিষ্ঠানটি অল্প কিছু কাজ করে। ২০১৮ সালের পদ্মার ভাঙনের কারণে সেতুর নির্মাণকাজ বন্ধ করা হয়। ভাঙনের কারণে নড়িয়ার কীর্তিনাশা নদীর কিছু অবস্থানের পরিবর্তন হয়। যার কারণে নকশা অনুযায়ী, সেতুটির নির্মাণকাজ আর করা সম্ভব হয়নি।
কীর্তিনাশা নদীর ওই স্থানে উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
সাংসদের অনুরোধে এলজিইডি সম্ভাব্যতা যাচাই করে ১০৫ মিটার মূল সেতুর সঙ্গে নড়িয়া বাজারের পেছন দিয়ে পদ্মার তীর ঘেঁষে ২২২ মিটার উড়াল সেতু নির্মাণের প্রস্তাব করেন।
৩০ কোটি ২১ লাখ টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ করে দরপত্র দেওয়া হয়। কোহিনুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩২৭ মিটার উড়াল সেতু নির্মাণের কার্যাদেশ দিয়েছে এলজিইডি। ৩০ মাসের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘পাঁচ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে যানবাহন চলত না। এটি নড়িয়ার ও জাজিরার মানুষদের কষ্ট দিচ্ছে, দুর্ভোগ হচ্ছে। তাই উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
পাঁচ বছর ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ। নতুন করে নির্মাণের উদ্যোগ নিলে পদ্মার ভাঙনের কারণে তাও বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার মানুষ।
দুই উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার নামে একটি উড়াল সেতু। এটি পদ্মা নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হবে।
গত রোববার রাতে শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম উড়াল সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।
এলজিইডি সূত্রে জানা যায়, নড়িয়া-জাজিরা সড়কে যানবাহন চলাচলের জন্য ২০০০ সালে নড়িয়া উপজেলা সদরে কীর্তিনাশা নদীর ওপর ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৬ সালে সেতুটির দুটি পিয়ার ও পূর্ব প্রান্তের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ২০১৭ সালে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ১৪৫ মিটার সেতু নির্মাণের জন্য নাভানা কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এলজিইডি। প্রতিষ্ঠানটি অল্প কিছু কাজ করে। ২০১৮ সালের পদ্মার ভাঙনের কারণে সেতুর নির্মাণকাজ বন্ধ করা হয়। ভাঙনের কারণে নড়িয়ার কীর্তিনাশা নদীর কিছু অবস্থানের পরিবর্তন হয়। যার কারণে নকশা অনুযায়ী, সেতুটির নির্মাণকাজ আর করা সম্ভব হয়নি।
কীর্তিনাশা নদীর ওই স্থানে উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
সাংসদের অনুরোধে এলজিইডি সম্ভাব্যতা যাচাই করে ১০৫ মিটার মূল সেতুর সঙ্গে নড়িয়া বাজারের পেছন দিয়ে পদ্মার তীর ঘেঁষে ২২২ মিটার উড়াল সেতু নির্মাণের প্রস্তাব করেন।
৩০ কোটি ২১ লাখ টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ করে দরপত্র দেওয়া হয়। কোহিনুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩২৭ মিটার উড়াল সেতু নির্মাণের কার্যাদেশ দিয়েছে এলজিইডি। ৩০ মাসের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘পাঁচ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে যানবাহন চলত না। এটি নড়িয়ার ও জাজিরার মানুষদের কষ্ট দিচ্ছে, দুর্ভোগ হচ্ছে। তাই উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪