Ajker Patrika

দামি মোবাইল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২২, ১২: ৪৫
দামি মোবাইল

আপনার হাতে যদি কোটি টাকা দামের মোবাইল ফোন থাকে, তাহলে কেমন হবে বলুন তো? চমকানোর কিছু নেই। পৃথিবীর সেরা কয়েকটি ব্র্যান্ড খুবই সীমিত আকারে তৈরি করেছে কিছু দামি ফোন, যেগুলোর দাম শুনলে আপনি চমকে যেতে পারেন।

৫. গ্যালাক্সি এস২১ আলট্রা
অন্যতম একটি বিলাসবহুল ও দামি ফোন গ্যালাক্সি এস২১ আলট্রা। এই মোবাইল ফোনটিও লঞ্চ করেছে ক্যাভিয়ার। এতে ব্যবহার করা হয়েছে সোনা, হীরা, টাইটেনিয়াম। ফোনের পেছনের অংশে আছে খাঁটি চামড়া। গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের একটি ভ্যারিয়েন্টের পেছনের দিকে আছে একটি ত্রিমাত্রিক ষাঁড়ের মাথা। এটি টাইটেনিয়াম ও সোনা দিয়ে মূর্ত করে তোলা হয়েছে। ষাঁড়ের চোখে ব্যবহার করা হয়েছে হীরা এবং নাকে ব্যবহার করা হয়েছে সোনার নোলক। বিলাসবহুল এ ফোনের দাম ২০ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।

৪. ক্যাভিয়ার আইফোন ১২ প্রো পিওর গোল্ড
সীমিত সংখ্যায় তৈরি করা পৃথিবীর দামি ফোনগুলোর মধ্যে এটি একটি। এ ফোনের দাম ১ লাখ ২২ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকা। এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা। ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে হীরা। এ মোবাইল ফোনের ভেতর হার্ডওয়্যারগুলো আইফোন ১২ প্রো-এর মতোই।

৩. গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট
মাত্র তিনটি সংস্করণে নির্মিত গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট নামে মোবাইল ফোনটির দাম প্রায় ৮ কোটি টাকা। এই ফোনটি বর্তমানের স্মার্টফোনগুলোর মতো নয়। তবে এটি দেখতে বেশ অভিজাত ও আধুনিক। এই ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে ৪৫ দশমিক ৫ ক্যারেটের বিভিন্ন কালো হীরা। এর ফ্রেমে ব্যবহার করা হয়েছে ১৮০ গ্রাম সোনা। ফোনের পেছনের অংশে ২০০ বছরের পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে।

২. গোল্ডভিশ লে মিলিয়ন
সুইডিশ কোম্পানি গোল্ডভিশ এ মোবাইল ফোনটি তৈরি করেছে। ২০০৬ সালে মাত্র তিন পিস তৈরি করা এই ফোনটি বিশ্বের সবচেয়ে দামি ফোন হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল। দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা। গোল্ডভিশ লে মিলিয়ন ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা এবং ১ লাখ ২০ হাজার হীরা। ফোনের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে খাঁটি চামড়া।

১. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
পৃথিবীর অন্যতম দামি মোবাইল ফোন ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। অস্ট্রিয়ান জুয়েলার পিটার অ্যালিসনের সহযোগিতায় রাশিয়ান ফার্ম জেএসসি এনকোর্ট এটি তৈরি করেছে। এটি দেখতে নকিয়া ক্ল্যাসিক ফোনের মতো। এর প্রতি পাশে আছে ব্লু ডায়মন্ড তথা নীল হীরা এবং বডিতে আছে প্লাটিনাম। এই সেলফোনের লোগোতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এর দাম প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এটি তৈরি করা হয়েছিল রাশিয়ান টাইকুনদের জন্য।

সূত্র ও ছবি: ক্যাশফাই ডট ইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত