নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপনার হাতে যদি কোটি টাকা দামের মোবাইল ফোন থাকে, তাহলে কেমন হবে বলুন তো? চমকানোর কিছু নেই। পৃথিবীর সেরা কয়েকটি ব্র্যান্ড খুবই সীমিত আকারে তৈরি করেছে কিছু দামি ফোন, যেগুলোর দাম শুনলে আপনি চমকে যেতে পারেন।
৫. গ্যালাক্সি এস২১ আলট্রা
অন্যতম একটি বিলাসবহুল ও দামি ফোন গ্যালাক্সি এস২১ আলট্রা। এই মোবাইল ফোনটিও লঞ্চ করেছে ক্যাভিয়ার। এতে ব্যবহার করা হয়েছে সোনা, হীরা, টাইটেনিয়াম। ফোনের পেছনের অংশে আছে খাঁটি চামড়া। গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের একটি ভ্যারিয়েন্টের পেছনের দিকে আছে একটি ত্রিমাত্রিক ষাঁড়ের মাথা। এটি টাইটেনিয়াম ও সোনা দিয়ে মূর্ত করে তোলা হয়েছে। ষাঁড়ের চোখে ব্যবহার করা হয়েছে হীরা এবং নাকে ব্যবহার করা হয়েছে সোনার নোলক। বিলাসবহুল এ ফোনের দাম ২০ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
৪. ক্যাভিয়ার আইফোন ১২ প্রো পিওর গোল্ড
সীমিত সংখ্যায় তৈরি করা পৃথিবীর দামি ফোনগুলোর মধ্যে এটি একটি। এ ফোনের দাম ১ লাখ ২২ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকা। এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা। ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে হীরা। এ মোবাইল ফোনের ভেতর হার্ডওয়্যারগুলো আইফোন ১২ প্রো-এর মতোই।
৩. গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট
মাত্র তিনটি সংস্করণে নির্মিত গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট নামে মোবাইল ফোনটির দাম প্রায় ৮ কোটি টাকা। এই ফোনটি বর্তমানের স্মার্টফোনগুলোর মতো নয়। তবে এটি দেখতে বেশ অভিজাত ও আধুনিক। এই ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে ৪৫ দশমিক ৫ ক্যারেটের বিভিন্ন কালো হীরা। এর ফ্রেমে ব্যবহার করা হয়েছে ১৮০ গ্রাম সোনা। ফোনের পেছনের অংশে ২০০ বছরের পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে।
২. গোল্ডভিশ লে মিলিয়ন
সুইডিশ কোম্পানি গোল্ডভিশ এ মোবাইল ফোনটি তৈরি করেছে। ২০০৬ সালে মাত্র তিন পিস তৈরি করা এই ফোনটি বিশ্বের সবচেয়ে দামি ফোন হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল। দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা। গোল্ডভিশ লে মিলিয়ন ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা এবং ১ লাখ ২০ হাজার হীরা। ফোনের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে খাঁটি চামড়া।
১. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
পৃথিবীর অন্যতম দামি মোবাইল ফোন ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। অস্ট্রিয়ান জুয়েলার পিটার অ্যালিসনের সহযোগিতায় রাশিয়ান ফার্ম জেএসসি এনকোর্ট এটি তৈরি করেছে। এটি দেখতে নকিয়া ক্ল্যাসিক ফোনের মতো। এর প্রতি পাশে আছে ব্লু ডায়মন্ড তথা নীল হীরা এবং বডিতে আছে প্লাটিনাম। এই সেলফোনের লোগোতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এর দাম প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এটি তৈরি করা হয়েছিল রাশিয়ান টাইকুনদের জন্য।
সূত্র ও ছবি: ক্যাশফাই ডট ইন
আপনার হাতে যদি কোটি টাকা দামের মোবাইল ফোন থাকে, তাহলে কেমন হবে বলুন তো? চমকানোর কিছু নেই। পৃথিবীর সেরা কয়েকটি ব্র্যান্ড খুবই সীমিত আকারে তৈরি করেছে কিছু দামি ফোন, যেগুলোর দাম শুনলে আপনি চমকে যেতে পারেন।
৫. গ্যালাক্সি এস২১ আলট্রা
অন্যতম একটি বিলাসবহুল ও দামি ফোন গ্যালাক্সি এস২১ আলট্রা। এই মোবাইল ফোনটিও লঞ্চ করেছে ক্যাভিয়ার। এতে ব্যবহার করা হয়েছে সোনা, হীরা, টাইটেনিয়াম। ফোনের পেছনের অংশে আছে খাঁটি চামড়া। গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের একটি ভ্যারিয়েন্টের পেছনের দিকে আছে একটি ত্রিমাত্রিক ষাঁড়ের মাথা। এটি টাইটেনিয়াম ও সোনা দিয়ে মূর্ত করে তোলা হয়েছে। ষাঁড়ের চোখে ব্যবহার করা হয়েছে হীরা এবং নাকে ব্যবহার করা হয়েছে সোনার নোলক। বিলাসবহুল এ ফোনের দাম ২০ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
৪. ক্যাভিয়ার আইফোন ১২ প্রো পিওর গোল্ড
সীমিত সংখ্যায় তৈরি করা পৃথিবীর দামি ফোনগুলোর মধ্যে এটি একটি। এ ফোনের দাম ১ লাখ ২২ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকা। এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা। ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে হীরা। এ মোবাইল ফোনের ভেতর হার্ডওয়্যারগুলো আইফোন ১২ প্রো-এর মতোই।
৩. গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট
মাত্র তিনটি সংস্করণে নির্মিত গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট নামে মোবাইল ফোনটির দাম প্রায় ৮ কোটি টাকা। এই ফোনটি বর্তমানের স্মার্টফোনগুলোর মতো নয়। তবে এটি দেখতে বেশ অভিজাত ও আধুনিক। এই ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে ৪৫ দশমিক ৫ ক্যারেটের বিভিন্ন কালো হীরা। এর ফ্রেমে ব্যবহার করা হয়েছে ১৮০ গ্রাম সোনা। ফোনের পেছনের অংশে ২০০ বছরের পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে।
২. গোল্ডভিশ লে মিলিয়ন
সুইডিশ কোম্পানি গোল্ডভিশ এ মোবাইল ফোনটি তৈরি করেছে। ২০০৬ সালে মাত্র তিন পিস তৈরি করা এই ফোনটি বিশ্বের সবচেয়ে দামি ফোন হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল। দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা। গোল্ডভিশ লে মিলিয়ন ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা এবং ১ লাখ ২০ হাজার হীরা। ফোনের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে খাঁটি চামড়া।
১. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
পৃথিবীর অন্যতম দামি মোবাইল ফোন ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। অস্ট্রিয়ান জুয়েলার পিটার অ্যালিসনের সহযোগিতায় রাশিয়ান ফার্ম জেএসসি এনকোর্ট এটি তৈরি করেছে। এটি দেখতে নকিয়া ক্ল্যাসিক ফোনের মতো। এর প্রতি পাশে আছে ব্লু ডায়মন্ড তথা নীল হীরা এবং বডিতে আছে প্লাটিনাম। এই সেলফোনের লোগোতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এর দাম প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এটি তৈরি করা হয়েছিল রাশিয়ান টাইকুনদের জন্য।
সূত্র ও ছবি: ক্যাশফাই ডট ইন
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫