Ajker Patrika

গরু চোর সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ২৮
গরু চোর সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ ব্যাগ্যা গ্রামে গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ভোলা জেলার বোরহান উদ্দিনের মাইনকা গ্রামের জসিম উদ্দিন এবং উপজেলার চরজুবিলীর মধ্য ব্যাগ্যা গ্রামের মো. ফারুক (৪২)

পুলিশের ভাষ্য মতে, চরজুবিলীর দক্ষিণ ব্যাগ্যা গ্রামের কৃষক আনিস মিয়ার গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নির্জন স্থানে নিয়ে জবাই করে মাংস নিয়ে বাজারে যাওয়ার সময় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের সন্দেহ হয়।

তখন তাদের আটক করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি এসে থানা-পুলিশে জানান। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে গরুর মাংস ও মাথা উদ্ধার করা হয়। মাথা দেখে গরুটি শনাক্ত করা হয়।

চরজুবিলী মধ্য ব্যাগ্যা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মঞ্জুরুল আলম জানান, গত দুই সপ্তাহে এই এলাকা ৯টি গরু চুরি হয়েছে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, গরুর মালিক আনিস মিয়া বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় আর কারও সম্পৃক্ততা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত