Ajker Patrika

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ১০

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ৫৮
শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর সুবর্ণচরের শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়রদের সামনে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে জুনিয়র শিক্ষার্থীদের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে বিদ্যালয় গেটসংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলো, ইলিয়াস বাদশা, রুহুল আমিন, দিদার উদ্দিন, রায়হান চৌধুরী, রায়হান মাহমুদ, মহি উদ্দিন নয়ন, সবুজ ও জামাল। অপর দুজনের নাম জানা যায়নি। তারা সবাই এবার এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী মাসুদ মাহমুদ জানান, সকালে দশম শ্রেণির ক্লাসের বিরতিতে ছাত্রদের মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এসএসসি পরীক্ষার্থী মহিউদ্দিন নয়ন দশম শ্রেণির ছাত্র সিফাতকে চড়থাপ্পড় দেয়। পরে বিষয়টি মীমাংসা করতে তার সহপাঠীসহ উপজেলা ছাত্রলীগের কয়েকজন এবং স্কুলের শিক্ষক আসেন। কিন্তু দ্বিতীয় শিফটে এসএসসি পরীক্ষার্থীদের ছুটির সময় দশম শ্রেণির ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর আক্রমণ করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেনসহ অন্য শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। তাতে ১০ জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়। এর মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেন বলেন, দশম শ্রেণির ছাত্র সিফাতের ভাই রিফাতের নেতৃত্বে কিছু ছাত্র লাঠিসোঁটা ও রড নিয়ে ছুটে আসে। বাধা দেওয়ার পরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় পুলিশ প্রশাসন সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) উৎপল দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মারামারির ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত